স্টাফ রিপোর্টার ।।চট্টগ্রাম নগরীতে ছিনতাইয়ের শিকার হয়েছেন ইটালিয়ান নাগরিক ক্রিস্টিনা জেম্মা। ক্রিস্টিনা জেম্মা একজন আন্তর্জাতিক ফটোগ্রাফার। সম্প্রতি আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামে তাঁর তোলা ছবির প্রদর্শনী সম্পন্ন হয়।
মঙ্গলবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১০.৩৮টায় কোতোয়ালি থানার এসএস খালেদ রোডে কর্ণফুলী টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, সিএনজি যোগে আসা ছিনতাইকারিরা ক্রিস্টিনা জেম্মার গা ঘেঁষে সিএনজির গতি কমিয়ে ক্রিস্টিনা জেম্মার কাঁধের ব্যাগ ছোঁ মেরে নিয়ে যায়।
ক্রিস্টিনা জেম্মা জানান, তিনি এবং তাঁর দুই বন্ধু শিল্পকলা একাডেমি থেকে জামালখান যাচ্ছিলেন। পথে এটিএম বুথ থেকে ত্রিশ হাজার টাকা উত্তোলন করেছেন। ব্যাগে সেই ত্রিশ হাজার টাকা, মোবাইল এবং ক্যামেরা ছিল।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক মমিনুল হাসানকে ফোন করলে ঘটনাস্থলে দ্রুত পুলিশ এসে হাজির হয়।
ওসি কোতোয়ালি এসএম ওবায়েদুল হক চট্টগ্রাম খবরকে বলেন, আমাদের একাধিক টিম কাজ করছে। আশাকরি দ্রুত একটা রেজাল্ট আমরা পাবো।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং