স্টাফ রিপোর্টার।। পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সেচ্ছাসেবীমূলক সংগঠন প্রাক্তন বন্ধন ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ (মঙ্গলবার ২ জানুয়ারি ) দুপুরে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কেক কেটে ও শতাধিক শীতার্ত দরিদ্র মানুষকে শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার হিসেবে বিতরণ করে সংগঠনটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এসময় সংগঠনটির উপদেষ্টা মোছা. ফেরদৌস আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনাম মো. আবতাবুর রহমান হেলালী, বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক শাহ মো. জাকির হোসাইন ও সোহেলী মুন্নীরা, সেজুতিসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির উপদেষ্টা মোছা. ফেরদৌস আরা বেগমের বলেন, আমাদের সংগঠন পরিচালিত হয় পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা। আমরা সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। এ ধারাবাহিকতায় আমরা কাজ করছি। আগামীতেও এ কার্যক্রম অব্যহত থাকবে।
এদিকে পঞ্চগড়ের আটোয়ারীতে বর্তমানে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় নিম্ন আয়ের মানুষ, শীতার্ত অসহায় বৃদ্ধ,শিশুসহ অসুস্থ ব্যক্তিরা প্রচন্ড ঠান্ডায় কাবু হয়েছে । শীতার্ত মানুষদের অসহায়ত্বের কথা ভেবে মো. আল আমিন রাজিব নিজস্ব অর্থায়নে ছোটদাপ তাহফিযুল কুরআন মাদরাসায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন এসময় তার বাবা আব্দুল জব্বার, ছোটদাপ বায়তুন নূর জামে মসজিদের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ, আল মিসবাহ ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও ছোটদাপ তাহফিযুল কুরআন মাদরাসার পরিচালক হাফিজ মুহাম্মদ মখলেছুর রহমান মেসবাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। #
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং