1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ :
ঠাকুরগাঁওয়ে জনস্বার্থ বিরোধী প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে গণপদযাত্রা নলছিটিতে সড়কের নির্মান কাজ উদ্বোধন করলেন ইউএনও ঝালকাঠি জেলা কর্নধার কমিটির সভা অনুষ্ঠিত আবারও জেলার শ্রেষ্ঠ ওসি নলছিটির আব্দুস ছালাম শিবপুর পুটিয়া ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল সরকারের অপসারণ দাবিতে মানববন্ধন ঘোড়াশালে একসঙ্গে তিন সন্তানের জন্ম, সুস্থ মা ও নবজাতক ঠাকুরগাঁওয়ের অব: শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল গোফরানের ইন্তেকাল নলছিটিতে স্কুল শিক্ষককে প্রকাশ্যে মারধর, থানায় জিডি পলাশে ব্র্যাক শাখা অফিসের শুভ উদ্বোধন বাগমারায় টেলিগ্রাম অ্যাপসে টাকা হাতিয়ে নেয়া চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার 

পঞ্চগড়ে মুক্তার বিকল্প মুক্তা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম শহীদ।। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে প্রধান দুই দলের রাজনৈতিক দূরত্ব, বিভিন্ন ইস‍্যুতে একটি বৃহৎ রাজনৈতিক দলের নির্বাচনে অংশ না নেয়া ও নির্বাচনের পক্ষে-বিপক্ষে দল দুটির অনড় অবস্থানের কারণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশে- বিদেশে বেশ আলোচিত। নির্বাচনের সার্বিক দিক নিয়ে বিশ্বের পরাশক্তি আমেরিকা, রাশিয়ার মতো দেশও তাদের নিজস্ব মতামত প্রকাশ করছে। বিশ্ব রাজনীতিতে বাংলাদেশ এখন একটা বড় ফ‍্যাক্টর বলে মনে হচ্ছে। যাই হোক, সাংবিধানিক বাধ‍্য বাধকতার কারণে নির্ধারিত সময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে। আর নির্বাচনে কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করল কি করল না; এ নিয়ে কথা বলা আমি সমীচিনও মনে করছি না। কেননা নির্বাচন বর্জন করাও রাজনীতির একটা অংশ। তবে দেশের বৃহৎ স্বার্থে সকল দলের অংশগ্রহণ নির্বাচনের ভারসাম্য ও সৌন্দর্য বৃদ্ধি করে।
আমি একজন প্রবীণ গণমাধ্যমকর্মী। দীর্ঘদিন নির্বাচন পর্যবেক্ষণ করার অভিজ্ঞতা থেকে যে বিষয়টি আমার দৃষ্টি কাড়ত, সেটি হলো যোগ্য ও দক্ষ প্রার্থীর অভাব। রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকলেই যে প্রার্থী যোগ‍্য হয়, এমন একটা ধারণা সবাই করেন। আর সাধারণ মানুষ চায়, যার সাথে সহজে সব সুখ দুঃখ ভাগাভাগি করা যায়, তাদের যেকোন প্রয়োজনে কাকে ভরসা করা যায় এমন প্রার্থীর অভাব বরাবরই অনুভব করতো। সাধারণ মানুষের সেই ভাবনার বিষয়টি এতোদিন ভাবনাতেই ছিল। এবার সেই ভাবনার অবসান ঘটেছে বলে আমার বিশ্বাস।
মাননীয় প্রধানমন্ত্রী তার রাজনৈতিক বিচক্ষণতায় পঞ্চগড়ে যোগ্য ও স্মার্ট প্রার্থী বাছাই করেছেন। যে কথা সাধারণ মানুষ অনুভব করতো সেটাই পূরণ করেছেন। গত কয়েকটি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের দিক তাকালে আসছে নির্বাচন একটি ব‍্যতিক্রমী নির্বাচন। এ নির্বাচনে দলের নির্ধারিত প্রার্থীর সাথে একই দলের স্বতন্ত্র প্রার্থী পরস্পরের সাথে ভোট যুদ্ধে নেমেছে। এটা কতটা ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলবে সেটা ভবিষ্যতে বলা যাবে। তবে পঞ্চগড়ের উন্নয়নে মুক্তার মতো দক্ষ, জনবান্ধব, স্মার্ট ও ক্লিন ইমেজের প্রার্থী মনোনয়ন ও ভোটে এগিয়ে থাকবে এমন প্রত‍্যাশা করা যেতেই পারে। সবচেয়ে যে কথাটি বলা প্রয়োজন, সেটি হলো নির্বাচনে প্রধানমন্ত্রী মনোনীত প্রার্থী জেতা-হারার সাথে একটা সম্মানও জড়িয়ে থাকে। স্বতন্ত্র প্রার্থী দলের হলেও তিনি বিদ্রোহী প্রার্থী। প্রধানমন্ত্রীর মতের বিরুদ্ধ এটা ধরেই নেয়া যায়। আমরা ভালোবাসি প্রধানমন্ত্রীকে, আর সেই ভালোবাসার বর্হিঃপ্রকাশ হোক তার পছন্দ ও মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে, সমর্থন দিয়ে, সহায়তা করে।
নানান মত নানান পথ রাজনীতিতে সৌন্দর্য বাড়ায়। আমরা সেই সৌন্দর্য উপভোগ করি, সুফল ভোগ করি। এবার সুফলের আশায় পঞ্চগড় ১ আসনে মুক্তার যে নির্বাচনী গণ জোয়ার লক্ষ‍্য করছি, তাতে সাধারণ মানুষ যে মুক্তাকেই বেছে নিবে এটা আমার দৃঢ় বিশ্বাস। লেখক: পঞ্চগড়ের একজন প্রবীণ গণমাধ্যম কর্মী ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং