1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপি-জামায়াত নেতাকর্মীর বাড়িতে আগুন দেওয়ার পরিকল্পনা: কৃষক লীগ নেতার অডিও ফাঁস বীর মুক্তিযোদ্ধা আমিনুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত ঠাকুরগাঁওয়ে জনস্বার্থ বিরোধী প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে গণপদযাত্রা নলছিটিতে সড়কের নির্মান কাজ উদ্বোধন করলেন ইউএনও ঝালকাঠি জেলা কর্নধার কমিটির সভা অনুষ্ঠিত আবারও জেলার শ্রেষ্ঠ ওসি নলছিটির আব্দুস ছালাম শিবপুর পুটিয়া ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল সরকারের অপসারণ দাবিতে মানববন্ধন ঘোড়াশালে একসঙ্গে তিন সন্তানের জন্ম, সুস্থ মা ও নবজাতক ঠাকুরগাঁওয়ের অব: শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল গোফরানের ইন্তেকাল নলছিটিতে স্কুল শিক্ষককে প্রকাশ্যে মারধর, থানায় জিডি

সোনালী ব্যাংকের দুটি শাখা থেকে গ্রাহক‌দের টাকা গা‌য়েব

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।টাঙ্গাইলে সোনালী ব্যাংকের দুটি শাখায় বেশ কিছু গ্রাহকের একাউন্ট থে‌কে টাকা কে‌টে নেওয়া হ‌য়ে‌ছে। টাকা কাটার পর গ্রাহকের মোবাইল নম্বরে খুদেবার্তাও (এসএমএস) পাঠা‌নো হ‌য়ে‌ছে। মঙ্গলবার (২ জানুয়া‌রি) সকালে সংশ্লিষ্ট গ্রাহকরা ব্যাংকে হাজির হলেও কোনো সমাধান পাননি।

স‌রেজ‌মি‌নে মঙ্গলবার দুপুর ১২টায় ভূঞাপুর শাখা সোনালী ব্যাংকে গি‌য়ে দেখা গে‌ছে, একাউন্ট থে‌কে টাকা কে‌টে নেওয়ায় ১৫-২০ জন গ্রাহক ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা কাটাকাটি করছেন।

ভুক্তভোগী গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভূঞাপুর শাখা সোনালী ব্যাংক থেকে অনেক চাক‌রিজীবী পারসোনাল লোন বা ব্যক্তিগত ঋণ নি‌য়ে‌ছেন। ঋণের সেই টাকা তাদের প্রতি মা‌সের বেত‌ন থে‌কে কে‌টে নেওয়া হয়। কিন্তু ঋণের টাকা কে‌টে নেওয়ার পরও এবার ওইসব গ্রাহকের অ্যাকাউন্টে থাকা সব টাকা একসঙ্গে কে‌টে নেওয়া হ‌য়ে‌ছে। কারও ২ লাখ, কারও এক লাখ টাকা কেটে নেওয়া হয়েছে। কী কারণে টাকা কে‌টে নেওয়া হ‌য়ে‌ছে সেই বিষ‌য়ে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি। টাকা কে‌টে নি‌য়ে গ্রাহকের মোবাইলে এসএমএসও পাঠ‌ানো হ‌য়ে‌ছে।

একই ঘটনা ঘটেছে সোনালী ব্যাংকের টাঙ্গাইলের কা‌লিহাতী‌ শাখাতেও। সেখানে বীর মু‌ক্তি‌যোদ্ধা‌দের অ্যাকাউন্ট থে‌কে একইভা‌বে টাকা কে‌টে নেওয়া হ‌য়ে‌ছে।

ভূঞাপুর শাখা সোনালী ব্যাংকের গ্রাহক হাসান বিন র‌শিদ দৈনিক ঝড় কে ব‌লেন, সকা‌লে সোনালী ব্যাংক থেকে মোবাইলে এসএমএস এসে‌ছে। এসএমএস পড়তে গিয়ে দে‌খি আমার অ্যাকাউন্টে জমাকৃত এক লাখ ৮১ হাজার টাকার পুরোটাই কে‌টে নেওয়া হ‌য়ে‌ছে। ব্যাংকে এসে যোগা‌যোগ ক‌রেছি, কিন্তু এখনো কোনো সমাধান পেলাম না।

গ্রাহক শামীমা আক্তার ব‌লেন, অ্যাকাউন্টের সব টাকা কে‌টে নেওয়া হ‌য়ে‌ছে। ব্যাংকে ঋণ ছিল। কিন্তু সেটা প্রতি মা‌সে কে‌টে নেওয়া হয়। একসঙ্গে অ্যাকাউন্টের সব টাকা কীভাবে কেটে নিল? ব্যাংক কর্তৃপক্ষ কোনো সমাধানও দিলো না।

ভূঞাপুর উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. ওমর ফারুক ব‌লেন, আমার স্ত্রীর অ্যাকাউন্ট থে‌কে এক লাখ ৫১ হাজার টাকা কে‌টে নেওয়া হ‌য়ে‌ছে। কিন্তু কেন টাকা কে‌টে নি‌য়ে‌ছে সেটা জা‌নি না। শুনেছি অ‌নেক গ্রাহ‌কের অ্যাকাউন্ট থে‌কে একইভা‌বে টাকা কে‌টে নেওয়া হ‌য়ে‌ছে।

গ্রাহক‌দের টাকা গা‌য়েব হওয়ার বিষ‌য়ে ভূঞাপুর শাখা সোনালী ব্যাংকের সি‌নিয়র প্রিন্সিপাল অ‌ফিসার (ম্যানেজার) খন্দকার রাইসুল আমিনের সঙ্গে কথা বলার চেষ্টা করে দৈনিক ঝড় । তিনি এ বিষয়ে কোনো মন্তব্য ক‌রেন‌নি।

সোনালী ব্যাংক প্রিন্সিপাল অ‌ফিসের (ঘাটাইল) ডিজিএম আব্দুল্লাহ ফয়সাল দৈনিক ঝড় কে  ব‌লেন, সি‌স্টে‌মের মাধ্যমে অ্যাকাউন্ট থে‌কে অ‌টো টাকা কে‌টে নেওয়া হ‌য়ে‌ছে। সিস্টে‌মের সমস্যার কা‌র‌ণে এটা হ‌য়ে‌ছে ব‌লে প্রধান কার্যালয় থে‌কে আমাদের জানা‌নো হ‌য়ে‌ছে। এ ঘটনায় আমরা বিব্রত অবস্থায় আছি। ত‌বে গ্রাহক‌দের টাকা আবার ফেরত দেওয়া হ‌বে।

প্রসঙ্গত, এর আগে ভূঞাপুর উপ‌জেলার গো‌বিন্দাসী শাখা সোনালী ব্যাংকের গ্রাহক‌দের সঞ্চয়ী অ্যাকাউন্ট থে‌কে ম্যানেজার কর্তৃক প্রায় ৫‌ কো‌টি টাকা আত্মসাতের ঘটনা ঘ‌টে‌ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং