ককটেল বোমা
হোকনা থামা
নাইবা ফাটুক বিয়ার,
একবাক্যে বলে উঠি
হেপি নিউ ইয়ার ।
নয়তো গ্লানি
সুশীতল পানি
সুবাতাস যেনো বইবার
একবাক্যে বলে উঠি
হেপি নিউ ইয়ার ।
হোকনা নষ্ট
যাতনা কষ্ট
সমৃদ্ধি পাই যেনো দরিয়ার
একবাক্যে বলে উঠি
হেপি নিউ ইয়ার ।
আমার আমি
সবচে দামী
বাদ যাক সে হাতিয়ার
একবাক্যে বলে উঠি
হেপি নিউ ইয়ার ।
পরের জন্য
হবো ধন্য
চাইনা হতে মাফিয়ার
একবাক্যে বলে উঠি
হেপি নিউ ইয়ার ।