মুহাম্মদ আয়াজ কর্ণফুলী চট্টগ্রাম।। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসেডিয়াম সদস্য এড আবু নাছের তালুকদার বলেন, নির্বাচন কমিশন কর্তৃক সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাসে আমরা এই নির্বাচনে অংশ নিয়েছি,তবে নির্বাচন কমিশনকে একটা বলতে চাই ১৪ ও ১৮সালের নির্বাচনের কথা বার বার সামনে আসতেছে,তাই আগে থেকে হুশিয়ারি করে দিচ্ছি ওই ধরনের নির্বাচন যেন আর এই বাংলার জমিনে পুনরাবৃত্তি না ঘটে, ১৪ ও ১৮সালের মতো নির্বাচন আর কখনো মানবে না বাংলাদেশের জনগণ।এসময় কর্ণফুলী উপজেলার মানুষদের উদ্দেশ্য করে তিনি বলেন,ভোট দেওয়া আপনাদের ইমানি দায়িত্ব আপনারা একজন সৎ,নামাজি ও আল্লাওয়ালা মানুষকে বেচে নিয়ে আপনাদের মূল্যবান ভোট দিবেন তাহলে এই দেশের মানুষের দুঃখ,দুর্দশা অবশ্যই লাঘব হয়ে আসবে। মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন কেমন মানুষ তা আমার থেকেও আপনারা ভালো জানেন কারণ মাস্টর মুহাম্মদ আবুল হোসাইন আপনাদেরি সন্তান আপনাদেরি ভাই,তাই কর্ণফুলীর জনসাধারণকে একটা কথাই বলবো আপনারা সবাই মিলে ৭ই জানুয়ারি মোমবাতি প্রতীকে ভোট দিয়ে মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন ভাইকে জয়যুক্ত করবেন।
এসময় কর্ণফুলীর সর্বস্তরের জনগণের কাছে দোয়া চান বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী মাস্টার মোহাম্মদ আবুল হোসাইন।
(২জানুয়ারি)মঙ্গলবার বিকালে উপজেলার বিভিন্ন জায়গায় চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী মাস্টার মুহাম্মদ আবুল হোসাইনের নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এতে আরও উপস্থিত ছিলেন আনোয়ারা কর্ণফুলীর নির্বাচন পর্যবেক্ষণ কমিটির প্রধান আল্লামা এম এ মাবুদ, কর্ণফুলী উপজেলা নির্বাচনী মনিটরিং কমিটির আহবায়ক অধ্যক্ষ হাসান রেজভী, সদস্য সচিব মো: আলী মুন্সী,গাজী ইসহাক,মুফতি আবু ছাদেক রেজভী,কামাল উদ্দীন, মৌলানা সৈয়দ, ফারুক আনসারী, মাওঃ সরওয়ার আলম,মাওঃ আহমদ হোসাইন নেজামি, নুর হোসেন জালালী। ছাত্র নেতা, মিজান,ছাদেক আলী, আরমান, এমরান, মো: আবু তাহের প্রমূখ।