ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের উদ্যোগে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর সকল এজলাসে আসামী ও সাক্ষীর কাঠগোড়ায় কার্পেট প্রদান করা হয়। বুধবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর এজলাসসমূহে উন্নত মানের কার্পেট বসানো হয়।
উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বেশ কিছুদিন ধরে প্রচন্ড শীত পরছে। এই তীব্র শিতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর এজলাস সমূহে আসামী ও সাক্ষীরা খালি পায়ে কাঠগোড়ায় দ্বাড়ালে ঠান্ডা অনুভব করেন। বিষয়টি বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের নজরে আসলে তিনি প্রত্যেক এজলাসের আসামী ও সাক্ষীর কাঠগোড়ায় উন্নতমানের কার্পেট বসানোর সিদ্ধান্ত নেন।
এরই ধারাবাহিকতায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর সকল এজলাস সমূহে সঠিকভাবে কার্পেট বসানো হয়েছে কিনা বিষয়টি পরিদর্শন করেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আলাউদ্দীন, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুডিসিয়াল ম্যাজিস্টেসীর ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মো: বিল্লাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
জুডিসিয়াল ম্যাজিস্টেসীর এজলাসে সাক্ষী দিতে আসা বেশ কয়েকজনের সাথে কথা হলে, তারা কাঠগোড়ায় কার্পেট বসানো বিষয়টিকে মানবিক ও প্রশংসনীয় উল্লেখ্য করে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারকে ধন্যবাদ জানান।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং