প্রেস বিজ্ঞপ্তি:-নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ের পাতার ঘ্রাণে মুখরিত আছিয়া মোতালেব রিজিয়া নাছরিন উচ্চ বিদ্যালয়ে ৪ শতাধিক শিক্ষার্থী। সারা দেশে ন্যায় চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার খোয়াজনগর গ্রামে আছিয়া মোতালেব রিজিয়া নাছরিন উচ্চ বিদ্যালয়ে সোমবার (১লা জানুয়ারি) সকালে অনুষ্ঠিত হয়েছে বই বিতরণ উৎসব। বিশিষ্ট দানবীর আলহাজ্ব মোহাম্মদ নুরুচ্ছাফা’র একক অর্থায়নে নির্মিত এম. পিও ভুক্ত একটি পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয় আছিয়া মোতালেব রিজিয়া নাছরিন উচ্চ বিদ্যালয়টি ২০০৫ সাল থেকে অত্র এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিরিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব ও উদ্বোধক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহেল মাহমুদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি মোঃ আরমান জোবায়ের, সহকারী শিক্ষক আনোয়ারুল কবির, হোসনে আরা বেগম, ফাতেমা বেগম, খোকন চন্দ্র মজুমদার, শাহনাজ আক্তার, একরামুল হক ও মোঃ জসিম উদ্দিন।
শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পূর্ণ ছিল বিদ্যালয় প্রাঙ্গণ। শিক্ষার্থীদের চোখে মুখে ছিল নতুন বই পাওয়া আনন্দ। বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীতে ৪০০ শিক্ষার্থীর মধ্যে নতুন বই বিতরণ করা হয় বছরের প্রথম দিনে।
করোনাকাল ছাড়া ২০১০ সাল থেকে ধারাবাহিকভাবে শিক্ষাবর্ষের প্রথম দিন সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উৎসব করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দিচ্ছে সরকার। সে অনুযায়ী আজ সোমবারও বছরের প্রথম দিনে দেশের বিদ্যালয়গুলোতে নতুন বই বিতরণ উৎসব হয়েছে।