1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
শনিবার, ১৭ মে ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
আর্থিক সাহায্য প্রদান করে, টুম্পাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে আকুল আবেদন পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিএনপি-জামায়াত নেতাকর্মীর বাড়িতে আগুন দেওয়ার পরিকল্পনা: কৃষক লীগ নেতার অডিও ফাঁস বীর মুক্তিযোদ্ধা আমিনুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত ঠাকুরগাঁওয়ে জনস্বার্থ বিরোধী প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে গণপদযাত্রা নলছিটিতে সড়কের নির্মান কাজ উদ্বোধন করলেন ইউএনও ঝালকাঠি জেলা কর্নধার কমিটির সভা অনুষ্ঠিত আবারও জেলার শ্রেষ্ঠ ওসি নলছিটির আব্দুস ছালাম শিবপুর পুটিয়া ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল সরকারের অপসারণ দাবিতে মানববন্ধন ঘোড়াশালে একসঙ্গে তিন সন্তানের জন্ম, সুস্থ মা ও নবজাতক

IPL : নিলামে রাতারাতি কোটিপতি, পরে জানলেন ছবি বিভ্রাট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক।। আইপিএল নিলামে একটা সুযোগের অপেক্ষায় তীর্থের কাকের মতো বসে থাকে ভারতীয় তরুণ ক্রিকেটাররা। কয়েক ঘণ্টার এই খেলোয়াড় বিকিকিনির মেলায় অনেকে রাতারাতি কোটিপতিও বনে যান। যেমন এবারের নিলামে ভিত্তিমূল্য ২০ লাখ রুপির সুমিত কুমারকে এক কোটিতে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। প্রথমবারের মতো দল পাওয়া পাওয়া সুমিতের গ্রামের বাড়ি ঝাড়খণ্ডে আনন্দের জোয়ার বইছিল। যদিও সেটি স্থায়ী হলো না। জানা যায়, ছবি বিভ্রাটে ভুল সুমিতকে কিনেছে দিল্লি ক্যাপিটালস। 

গেল ডিসেম্বরে আইপিএলের মিনি নিলাম বসেছিল দুবাইয়ের মাটিতে। কাগজে-কলমে মিনি হলেও এবার বেশ ঝড় উঠেছিল মরুর বুকের নিলাম অনুষ্ঠানে। আইপিএলের নিলাম ইতিহাসের সব রেকর্ড ভেঙে দেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স। নিলামের কদিন পরই জানা যায়, পাঞ্জাব কিংস নাম বিভ্রাটে ভুল ক্রিকেটারকে কিনেছে। নাম বিভ্রাটের পর এবার ছবি বিভ্রাট।

যার জেরে চরম অস্বস্তিতে ঝাড়খণ্ডের অলরাউন্ডার সুমিত কুমার। সৌরভ গাঙ্গুলির দিল্লি ক্যাপিটালসে ‘সুযোগ’ পেয়েও আইপিএল খেলা হচ্ছে না সুমিতের। বেস প্রাইস ২০ লাখ রুপির সুমিত কুমারকে দিল্লি কিনেছিল এক কোটিতে।

সুমিতকে নিতে গিয়ে কী ধরনের বিপত্তি হয়েছে, সেটা জানা গেছে অনেক পরে। সৌরভরা কিনতে চেয়েছিলেন হরিয়ানার অলরাউন্ডার সুমিত কুমারকে। কিন্তু নিলামের সময় ঝাড়খণ্ডের ক্রিকেটার সুমিত কুমারের ছবি দেখানো হয়। সৌরভরাও সেই হিসেবে ঝাড়খণ্ডের সুমিতকেই কিনে নেন।

আইপিএলে প্রথমবার দল পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যান ঝাড়খণ্ডের সুমিত। প্রথমবারের মতো আইপিএলে সুযোগ পেয়ে স্বপ্ন দেখাও শুরু হয়ে গিয়েছিল সুমিতের। মাকে ফোন করে বলেছিলেন, ‘আমাকে এক কোটি টাকা দিয়ে দিল্লি নিয়েছে।’ শুনে আনন্দে কেঁদে ফেলেছিলেন মা।

ওই আনন্দ বেশিদিন থাকেনি। কিছু দিনের মধ্যেই বোঝা যায়, ভুল সুমিতকে কিনেছে দিল্লি। একটি গণমাধ্যমকে ছবি বিভ্রাটের ভুক্তভোগী সুমিত বলেছেন, ‘গোটা ব্যাপারটা আমার কাছে বেশ রহস্যজনক। দিল্লির মতো দল কী করে আমার ছবি দিয়ে বিড করল। হয়ত গুগল থেকে আমার ছবি দেওয়া হয়েছিল। তাতেই এত বড় ভুলটা হয়ে গিয়েছে। মা খুব কষ্ট পেয়েছেন। রাতারাতি আমাদের স্বপ্ন এভাবে ভেঙে যাবে কেউ ভাবিনি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং