মুহাম্মদ আয়াজ কর্ণফুলী চট্টগ্রাম।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম-১৩ আনোয়ারা কর্ণফুলী আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন বলেন, মোমবাতি প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ৭ জানুয়ারির নির্বাচনে ভোটাররা দলে দলে ভোটকেন্দ্রে এসে মোমবাতি প্রতীকে ভোট দেবেন। একটি আধুনিক ও আদর্শ সমাজ গড়তে মোমবাতি প্রতীকে ভোট দেওয়া ছাড়া বিকল্প নেই। এ সময় মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন আরও বলেন, ব্যালট ছিনতাই ও কেন্দ্র দখল করে ভোটারের ভোট জিম্মি করা এবার আর সম্ভব হবে না। ভোটাররা এবার নির্বিঘ্নে ভোট দেবেন এবং মোমবাতি প্রতীকে ভোট দেবেন।
(৪ জানুয়ারি) বৃহস্পতিবার দুপুরে কয়েকশ নেতাকর্মী নিয়ে মোহছেন আউলিয়া মাজার জেয়ারতের মাধ্যমে দিনের প্রচারণা শুরু করে উপজেলার মোহছেন আউলিয়া, খুরুস্কুল, জুঁইদন্ডি, ভরারচর, বরুমচড়া, বারখাইন, চাতরী চৌমুহনী বাজার, বন্দর সেন্টার, মহালখান বাজার, কান্তির হাটসহ বিভিন্ন জায়গায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় প্রচার উপকমিটির সদস্য মাওলানা এনাম রেজা, অধ্যক্ষ আল্লামা হাসান রেজভী, অধ্যক্ষ ডি আই এম জাহাঙ্গীর আলম, মাস্টার ইয়াকুব আলী, মাওলানা মনির আহমদ আনোয়ারী, মাওলানা জসিম উদ্দিন আল কাদেরী, মাওলানা আবু ছাদেক রেজভী, মাওলানা আহমদ নুর আল কাদেরী, মোহাম্মদ কামাল, ডা. নাছির উদ্দিন শাহ, মাস্টার মামুনুর রশিদ, মাস্টার মুরাদুল ইসলাম, মাওলানা তৌহিদ উল্লাহ, গাজী কমরুদ্দিন, মোহাম্মদ আলী, আবুল কালাম, মুহাম্মদ আবু তাহের, মোহাম্মদ সাহাবুদ্দিন, হুমায়ুন কবির ছোটন, মোহাম্মদ নকিব, মোহাম্মদ তারেক, নঈম উদ্দিন নয়নসহ আহলে সুন্নাত এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনার অসংখ্য নেতাকর্মী।