এম,সফিউল আজম চৌধুরী (চট্টগ্রাম):-আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফটিকছড়ি আসন থেকে নৌকা প্রতীককে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন বাংলাদেশ তরীকত ফেডারেশন এর চেয়ারম্যান, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সংসদ সদস্য প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ।
তিনি আজ ৪ জানুয়ারি সকালে মাইজভান্ডার দরবার শরীফের বাস ভবনে এক প্রেস ব্রিফিং করে এ ঘোষনা দেন।এসময় তিনি বলেন, আমরা তরিকত ফেডারেশন সারা দেশে ৪২টি আসনে প্রার্থী দিয়েছি, কিন্ত ফটিকছড়িতে ভোটের সমিকরনে যদি তরিকত প্রার্থীর কারনে নৌকা ঝুঁকিতে পরে বা হেরে যায় সেই শংকা থেকে তিনি নৌকাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন।সেই সাথে তিনি নৌকাকে বিজয়ী করে আগামী দিনে শেখ হাসিনাকে সরকার গঠনের সুযোগ করে দেবার জন্য জনগনের প্রতি আহবান জানান। তিনি জানান, আমি সরে দাঁড়ালেও সারাদেশে বিটিএফ ৪১টি আসনে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যাবে। আমার নির্বাচনী এলাকা ফটিকছড়িতে ১৮ জানুয়ারি হতে অদ্যাবধি দলীয় প্রতীক ‘ফুলের মালা’ মার্কার সমর্থনে গণসংযোগ ও পথসভা হয়েছে। ফটিকছড়ির বাগানবাজার হতে আব্দুল্লাহপুর পর্যন্ত ১৮টি ইউনিয়নের সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনে আমি আবেগাপ্লুত হয়েছি।ফটিকছড়িতে আজ থেকে দলীয় প্রচার কার্যক্রম বন্ধ রাখা হবে। অতীতে নৌকা মার্কা নিয়ে ফটিকছড়ি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। ব্রিফিংএ তরিকত ফেডারেশনের কো-চেয়ারম্যান সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, উপজেলা সভাপতি আলমগীর আলম, শাহ জালাল প্রমুখ উপস্থিত ছিলেন।