স্টাফ রিপোর্টার।। পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের রেলপথ মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজনের জন্য ভোটার উপস্থিতিই এখন বড় চ্যালেঞ্জ। এ আসনে তৃণমূল বিএনপির আব্দুল আজিজ সোনালী আঁশ প্রতীক, তিনি বিএনপি থেকে তৃণমূলে যোগ দেন। জাতীয় পার্টির প্রার্থী মো. লুৎফর রহমান রিপন লাঙ্গল প্রতীক, বাংলাদেশ সুপ্রীম পার্টির আহমাদ রেজা ফারুকী একতারা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এ আসনে নৌকা প্রতীক ছাড়া অন্য প্রার্থীদের প্রচার প্রচারণা নেই বললেই চলে। চোখে পড়ছে না পোস্টার, ফেস্টুন। আওয়ামী লীগের প্রার্থী একাই নেতাকর্মীদের নিয়ে দুটি উপজেলায় দিনরাত প্রচারণা চালাচ্ছেন। আসনটি তেমন উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ভোটার উপস্থিতির বিষয়ে রেলপথ মন্ত্রী চ্যালেঞ্জের মধ্যে পড়বেন বলে ভোটারদের ধারণা। নিশ্চিত জয়ের পথে তিনি তাই নির্বাচনে উত্তাপ নেই এ আসনটিতে। নির্বাচনী সমাবেশগুলোতে শুরুর আগে শিল্পীদের নিয়ে গানবাজনার আসর বসানো হচ্ছে লোকজন জড়ো করতে । এর পর নেতারা ওই সমাবেশে বক্তব্য দিচ্ছেন। সমাবেশগুলো লোকসমাগম ঘটাতেই এমন ব্যবস্থা নেয়া হয়েছে বলে দলীয় নেতারা জানান। কারণ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মনে তেমন আগ্রহ নেই।
তৃণমূল বিএনপির আব্দুল আজিজ সোনালী আঁশ প্রতীক নিয়ে লড়ছেন। কিন্তু প্রচার প্রচারণায় নেই তিনি। প্রবীণ ও অসুস্থ এই বিএনপি থেকে তৃণমূলে যোগ দেন। এক সময় তিনি প্রভাবশালী কমিউনিষ্ট নেতা ছিলেন। ৯১ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দেন এবং ধানের শীষ প্রতীকে নির্বাচন করে হেরে যান। এলাকায় প্রচার আছে বিএনপি নেতা হওয়ায় তাঁর মেয়ে বিসিএস পরীক্ষায় পাস করলেও নিয়োগ পাচ্ছেন না। তৃণমূলের প্রার্থী হিসেবে ভোট করলে মেয়ের চাকরি নিশ্চিত আশ^াস ও শর্তে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। অন্য প্রার্থীরাও মাঠে সেভাবে না থাকায় ভোটার উপস্থিতি আশানুরুপ হবে বলে মনে করছেন না অনেকেই।
১৯৯১ ও ৯৬ সালে এ আসনটিতে বিএনপির প্রার্থী মোজাহার হোসেন বিজয়ী হন। ৯৬ সালের নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বিএনপি প্রার্থীর কাছে হেরে যান। তবে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে পর পর তিনবার নির্বাচিত হন অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। ২০১৮ সালে নির্বাচিত হয়ে তিনি রেলপথ মন্ত্রীর দায়িত্ব পান। এবার পঞ্চমবারের মত নৌকা প্রতীকে নির্বাচন করছেন তিনি।
এ আসনটিতে মোট ভোটার তিন লাখ ৮৯ হাজার ৯৪১ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৯৫ হাজার ৭১০ জন এবং নারী ভোটার এক লাখ ৯৪ হাজার ২২৮ জন। #
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং