স্টাফ রিপোর্টার।। উত্তরের সীমান্ত জনপদ তেঁতুলিয়ায় এখন মৃদু শৈত্যপ্রবাহ বইছে। রেকর্ড হচ্ছে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। ভোরে পূবালী সূর্য আলো ছড়িয়ে রোদ ঝরালেও ভোর থেকে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে হাড়কাপানো শীত। এতে করে শীত দূর্ভোগ পোহাচ্ছে উত্তরের এ প্রান্তিক জনপদের মানুষ।
বৃহস্পতিবার সকাল ৯টায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এর তিন ঘন্টা আগে ভোর ৬টায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা গতকাল তাপমাত্রার চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তবুও সারাদেশের মধ্যে সর্বনিম্ন। বুধবার রেকর্ড হয়েছিল ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, বৃহস্পতিবার ভোর সকলে ঝলমলে রোদে দেখা মিলেছে সূর্যের। রোদ ঝরলেও ভোর থেকে সকাল পর্যন্ত কনকনে শীত পোহাচ্ছে এ অঞ্চলের সাধারণ মানুষ। বিপাকে পড়েছেন পাথর শ্রমিক, চা শ্রমিক, দিনমজুর থেকে রিকশাভ্যানচালকসহ শ্রমজীবী মানুষগুলো। এতে করে কমে গেছে তাদের দৈনন্দিন রোজগার। পরিবার-পরিজন নিয়ে তারা কষ্টে দিনযাপন করছে। বিভিন্ন গ্রামাঞ্চলে খড়কুটো জ্বালিয়ে শীতার্তদের শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে নিম্নআয়ের মানুষগুলো কাজে বের হতে দেখা দেখা গেছে।
শীতের কারণে নিউমোনিয়া, অ্যাজমা, হাঁপানি, ক্রনিক শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ বিভিন্ন শীতজনিত রোগ। এসেব রোগে আক্রান্ত হচ্ছেন শিশু থেকে বয়স্ক মানুষ। জেলা ও উপজেলার হাসপাতালগুলোর আউটডোরে ঠান্ডাজনিত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। কেউ কেউ শ্বাসকষ্ট, ডায়রিয়ায় ভর্তি হচ্ছেন। চিকিৎসকরা চিকিৎসার পাশাপাশি শীতজনিত রোগ থেকে নিরাময় থাকতে দিচ্ছেন বিভিন্ন পরামর্শ।
জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, গতকালের চেয়ে তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। আজও ভোরেই উঠে গেছে সূর্য। এ তাপমাত্রায় এ অঞ্চলে মাঝারী থেকে মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। এলাকাটি হিমালয় বিধৌত এখানে অন্যান্য এলাকা থেকে শীত আগে নামে। এ সময়টাতে তাপমাত্রা অনেক কম থাকে। তাপমাত্রা আরও কমতে পারে। #
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং