নির্বাচনের আগে-
তোমার বাবা,চাচা আমার
তুলে দিতো মুখে খাবার;
সম্পর্কে তারা আমার
পরমাত্মীয় লাগে ।
নির্বাচনের পরে-
তোমার সেই চাচা মিয়া
কাজ করাতো আমায় দিয়া;
পাওনা টাকা উসুল হতো
গেলে চাচার ঘরে ।
নির্বাচনের আগে-
তোমার ভাইটা বন্ধু আমার
ভোটটা আমার তাই অধিকার;
তোমার ভায়ের স্মৃতি এখনো
মনের মধ্যে জাগে ।
নির্বাচনের পরে-
সেতো ছিলো মাদকাসক্ত
পরিবারকে করে বিরক্ত;
চলে গেলো পৃথিবী ছেড়ে
চির জীবনের তরে ।
নির্বাচনের আগে-
কোথায় ছিলে বলো দেখি
শরীরটাকে করলে সে কী !
টাকা নিয়ে পেটটা ভরে
খেয়ে আসোতো আগে !
নির্বাচনের পরে-
খাই খাই করলে শুধু
জীবন হবে মরু ধু ধু;
লাভ কী হবে বললে এখন-
বলবো আমি পরে ।
নির্বাচনের আগে-
মরলে যে কেউ খবর দিও
কোথায় কে সে খবর নিও;
মুর্দার মুখ দেখতে আমার
বড়োই ভালো লাগে ।
নির্বাচনের পরে-
মরলে কী আর ফিরে আসে
কী আর হবে সে আপসোসে ;
পরের ঘরে বাতির আগে
জ্বালাও নিজের ঘরে।
নির্বাচনের আগে-
বুকটা বুকে না মেলালে
মাথাটাযে না হেলালে ;
বলো কেমন লাগে !?
নির্বাচনের পরে-
ছোঁয়াচে রোগ যত্রতত্র
সাবধান, হতে মল-মূত্র ;
কারো সাথে গা মেলাতে
ভাববে আগে পরে।
নির্বাচনের আগে-
তোমরা যে যার চাহিদা মতো
চাইতে পারো সাধ্য যতো;
দেবো আমি এক নিমেষেই
যার যেটা লাগে ।
নির্বাচনের পরে-
প্রতিশ্রুতির পাহাড় ভারি
অল্প যা চাও দিতে পারি ;
চাইলে বেশী আসলটাও
যাবেনাতো ঘরে ।
নির্বাচনের আগে-
ভাইরে আমার, শুধু একবার
ভোট দিয়ে পাশ করাও এবার ;
সবার মতো নইযে আমি
সবাইতো ভোট মাগে ।
নির্বাচনের পরে-
তোমার একার ভোটেতো নয়
এলো আমার এতো বড়ো জয় ;
এখন খুবই ব্যস্ত আমি
দেখা করো পরে ।
নির্বাচনের আগে-
খারাপ মানুষ হয়গো ভালো
বাইরে সাদা,ভেতর কালো ;
সবার চোখে লাগতে ভালো
অটো মেকাপ লাগে ।
নির্বাচনের পরে-
কারে দিলাম ভোটখানা ভাই
জরুরী কাজে তাকে মেলা দায় ;
নেতা বানিয়ে ভোটাররা তাই
আপসোসেতে মরে ।
নির্বাচনের আগে-
দেখতে হবে, প্রার্থীটা কে
অতীত জীবনে করতো কী সে ;
ভোটযে দেয়ার বিবেচনায়
প্রধান শর্ত লাগে ।
নির্বাচনের পরে-
ভালো নেতা কাজের তরে
যাবে সবার ঘরে ঘরে ;
কাজ দিয়ে তাই ভোটার ভায়ের
মনটা জয় করে ।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং