স্টাফ রিপোর্টার।। পঞ্চগড়-১ আসনের সতন্ত্র প্রার্থীর কর্মী ও তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলামের মধ্যে হাতাহাতির ঘটনায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক আধাঘন্টা অবরোধ করে রাখেন চেয়ারম্যানের সমর্থকসহ বিক্ষুব্ধরা। বৃহষ্পতিবার সন্ধার আগে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা ফজলে রাব্বীসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, পঞ্চগড়-১ আসনের আওয়ামী প্রার্থী নাঈমুজ্জামান ভূঁইয়ার সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাতের সমর্থক ইউপি চেয়ারম্যান আশরাফুলের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে উভয় পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এক পর্যায়ে ইউপি চেয়ারম্যানের সমর্থকসহ বিক্ষুব্ধরা মহাসড়ক অবরোধ করেন। এনিয়ে তেঁতুলিয়ার মাঝিপাড়ায় আওয়ামী প্রার্থীর কর্মী-সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী কর্মী-সমর্থকদের মধ্যে উত্তজনা দেখা দিয়েছে।
তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ওসি সুজয় কুমার রায় বলেন, শালবাহান রোড এলাকায় ট্রাক ও নৌকা প্রতীকের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে কিছু লোকজন সড়ক অবরোধ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের মধ্যস্থতায় অবরোধ তুলে নেওয়া হয়।
সহকারী রিটার্নিং অফিসার ও তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বী বলেন, অবরোধের খবরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। দু-পক্ষই মোখিকভাবে পরস্পরের উপর হামলার অভিযোগ করছেন।।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং