1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
শনিবার, ১৭ মে ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
আর্থিক সাহায্য প্রদান করে, টুম্পাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে আকুল আবেদন পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিএনপি-জামায়াত নেতাকর্মীর বাড়িতে আগুন দেওয়ার পরিকল্পনা: কৃষক লীগ নেতার অডিও ফাঁস বীর মুক্তিযোদ্ধা আমিনুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত ঠাকুরগাঁওয়ে জনস্বার্থ বিরোধী প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে গণপদযাত্রা নলছিটিতে সড়কের নির্মান কাজ উদ্বোধন করলেন ইউএনও ঝালকাঠি জেলা কর্নধার কমিটির সভা অনুষ্ঠিত আবারও জেলার শ্রেষ্ঠ ওসি নলছিটির আব্দুস ছালাম শিবপুর পুটিয়া ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল সরকারের অপসারণ দাবিতে মানববন্ধন ঘোড়াশালে একসঙ্গে তিন সন্তানের জন্ম, সুস্থ মা ও নবজাতক

জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ পঞ্চগড়-১ এ উত্তাপ ২ এ নিরুত্তাপ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। পঞ্চগড়ে শেষ মুহুর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। আগামী ৭ জানয়ারী দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্ধিতা করছে নৌকা-ট্রাকসহ সাত প্রতীকের প্রার্থীরা।
আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক, বাংলাদেশ সুপ্রীম পার্টির আব্দুল ওয়াদুদ একতারা প্রতীক, মুক্তি জোটের আব্দুল মজিদ ছড়ি প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টির মশিউর রহমান বাবুল আম প্রতীক, বাংলাদেশ ন্যাশনালিষ্ট পার্টির সিরাজুল ইসলাম টেলিভিশন প্রতীকে লড়ছেন। তবে নৌকা ও ট্রাক প্রতীক ছাড়া অন্য প্রার্থীদের প্রচার প্রচারণা নেই। নেই কোন পোস্টার। তবে এ আসনে নৌকা-ট্রাকের মধ্যে লড়াই হচ্ছে বলে ভোটারদের ধারণা। এই দুই প্রার্থী ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ও করছেন গণসংযোগ, নির্বাচনী সভা, উঠান বৈঠক। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা। তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রকল্পের সাবেক জনপ্রেক্ষিত কর্মকর্তা। ন্যাশনাল ব্যাংক লিমিটেটের স্বতন্ত্র পরিচালক, শিকদার গ্রুপের কনসালট্যান্ট, মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের পরিচালনা পর্যদের সভাপতি, একটি ইংরেজি দৈনিকের উপসম্পাদক। গত ১৫ বছর ধরে এলাকায় বিভিন্ন জনমানুষের সাথে মিশেছেন ও অনেককে সহযোগিতা করেছেন, এলাকা উন্নয়নে ভূমিকা রেখেছেন। বন্ধ চিনিকল আধুনিকায়ন করে পুনরায় চালু, মেডিকেল কলেজ, কারিগরি বিশ^বিদ্যালয় স্থাপন, চা চাষীদের সংকট নিরসন, পঞ্চগড় শহরের বিকল্প সড়ক সেতু নির্মাণসহ ১০ দফা আঞ্চলিক ইশতেহার প্রকাশ করে পঞ্চগড়কে স্মার্ট পঞ্চগড় গড়ে তুলতে চান। জেলা, তিনটি উপজেলার, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় সকল নেতাকর্মী তার পক্ষে নির্বাচনী প্রচারণায় আছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলপথ মন্ত্রী অ্যাডভোটে নুরুল ইসলাম সুজন মুক্তার পক্ষে প্রচারণা চালিয়েছেন।
অপরদিকে এবার নির্বাচনে বৃহত্তর বিরোধী দল বিএনপি নির্বাচনে না আসায় আওয়ামী লীগ থেকেই স্বতন্ত্র প্রার্থী হয়ে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট। তিনি দ্বিতীয়বারের মতো জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, সদর উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইতিমধ্যে তাকে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দিয়ে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারোয়ার বকুলকে দায়িত্ব দেওয়া দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলপথ মন্ত্রী অ্যাডভোটে নুরুল ইসলাম সুজন। জেলা, তিনটি উপজেলার, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কিছু সংখ্যক নেতাকর্মী তার পক্ষে নির্বাচনী প্রচারণায় আছেন। দিন যত গড়াচ্ছে, ঘনিয়ে আসছে নির্বাচন। নির্বাচনে প্রচার-প্রচারণা, গণসংযোগ, উঠান বৈঠক থেকে শুরু করে সর্বত্রভাবে ভোটের মাঠ গরম করছেন এ দুই তরুণ প্রার্থী। ভোট লড়াইয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। নিজেদের অবস্থান তুলে ধরে জোরেশোরেই মাঠ চষে বেড়াচ্ছেন তারা। সম্ভাবনা উন্নয়ন করার পরিকল্পনা নিয়ে গণসংযোগ, নির্বাচনী সভা ও ভোটারদের কাছে গিয়ে তুলে ধরছেন প্রার্থী ও সমর্থক নেতাকর্মীরা। আসনটিতে এ তরুণ দুই প্রার্থীর মধ্যে লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে।
ভোটারদের মধ্যে এ দুই তরুণ প্রার্থীকে নিয়ে চলছে নানান আলোচনা। তারা কাকে দিবেন ভোট এ নিয়ে চলছে কানাঘুষা। চায়ের টেবিল থেকে সর্বত্রই চলছে আলোচনা। বিপুল ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী দুই প্রার্থীই। অনেকেই বলছেন জাতির পিতার প্রতীক নৌকা আমরা সেখানেই ভোট দিব। আবার অনেকেই বলছেন দুইবারের সফল সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটের রাজনীতির নীতিগত কারণে ট্রাক প্রতীককেই ভোট দিব। শেষ পর্যন্ত ভোটারদের ভোটে কে পরবেন জয়ের মালা তা দেখার প্রতীক্ষার ক্ষণ গণনা শুরু হয়েছে এখন থেকেই।
পঞ্চগড়-১ আসনটি জেলা সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী এ তিনটি উপজেলা নিয়ে গঠিত। ১৯৮৪ সালে গঠিত হয় পঞ্চগড়-১ নির্বাচনী এলাকা। ১৯৮৬ সালে এ আসনটিতে আওয়ামীলীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সিরাজুল ইসলাম। তিনি পঞ্চগড়-২ আসনের বর্তমান রেলমন্ত্রীর নুরুল ইসলাম সুজনের বড় ভাই। ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত আব্দুল কদ্দুস। এরপর ১৯৯১ থেকে ২০০৬ পর্যন্ত এ আসনটি ছিল বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা গোলাম হাফিজ ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দখলে। ১৯৯১ সালে বিএনপি থেকে নির্বাচিত হন মির্জা গোলাম হাফিজ ও ১৯৯৬ ও ২০০১ সালে নির্বাচিত হন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।
এরপর ২০০৮ সালে ক্ষমতায় আসে আওয়ামীলীগ। এ আসনে সংসদ নির্বাচিত হন মজাহারুল হক প্রধান। ২০১৪ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে নাজমুল হক প্রধান ও ২০১৮ সালে আবার আওয়ামীলীগ থেকে নির্বাচিত হন মজাহারুল হক প্রধান। এবারও তিনি মনোনয়নপত্র না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিলেও শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এ আসনে এবার নতুন মুখ হিসেবে মুক্তা-সম্রাট লড়াই করছেন একই দলের। একজন দলীয় মনোনীত, অপরজন স্বতন্ত্রভাবে।
২০০৮ ও ২০১৮ সালে এ আসন থেকে আওয়ামী লীগ থেকে দু’বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিত্ব করেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-ভাপতি মজাহারুল হক প্রধান। দ্বাদশ জাতীয় নির্বাচনে এ বার দলীয়ভাবে মনোনয়ন না পাওয়ার পর শেষ পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। অপরদিকে ২০১৪ সালে জাসদ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিত্ব করেন বর্ষিয়ান রাজনৈতিক নাজমুল হক প্রধান। তিনি এবারও নির্বাচনে অংশ নেননি।
এ আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৩৬ হাজার ৯২৩ জন। তার মধ্যে পুরুষ ২ লাখ ১৯ হাজার ৩৩৮ জন ও নারী ভোটার ২ লাখ ১৭ হাজার ৫৮৪ জন।
অপরদিকে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলপথ মন্ত্রী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতিকে লড়ছেন। এ আসনে অন্যান্য প্রার্থীরা হচ্ছেন তৃণমূল বিএনপির আব্দুল আজিজ সোনালী আঁশ প্রতীক, তিনি বিএনপি থেকে তৃণমূলে যোগ দেন। জাতীয় পার্টির প্রার্থী মো. লুৎফর রহমান রিপন লাঙ্গল প্রতীক, বাংলাদেশ সুপ্রীম পার্টির আহমাদ রেজা ফারুকী একতারা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এ আসনে নৌকা প্রতীক ছাড়া অন্য প্রার্থীদের প্রচার প্রচারণা নেই। নেই কোন পোস্টার। আওয়ামী লীগের প্রার্থী একাই নেতাকর্মীদের নিয়ে দুটি উপজেলায় দিনরাত প্রচারণা চালাচ্ছেন। আসনটি তেমন উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ভোটার উপস্থিতির বিষয়ে রেলপথ মন্ত্রী চ্যালেঞ্জের মধ্যে পড়বেন বলে ভোটারদের ধারণা। নিশ্চিত জয়ের পথে তিনি তাই নির্বাচনের উত্তাপ নেই এ আসনটিতে। ১৯৯১ ও ৯৬ সালে এ আসনটিতে বিএনপির প্রার্থী মোজাহার হোসেন বিজয়ী হন। ৯৬ সালের নির্বাচনে অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন হেরে যান। তবে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে পর পর তিনবার নির্বাচিত হন অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। ২০১৮ সালে নির্বাচিত হয়ে তিনি রেলপথ মন্ত্রীর দায়িত্ব পান।
এ আসনটিতে মোট ভোটার তিন লাখ ৮৯ হাজার ৯৪১ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৯৫ হাজার ৭১০ জন এবং নারী ভোটার এক লাখ ৯৪ হাজার ২২৮ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং