স্টাফ রিপোর্টার।। বাংলাদেশ ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঙ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরের মুক্তমঞ্চে বৃহস্পতিবার বিকালে তারুণ্যের ভাবনা : নৌকার প্রার্থীর সাথে সংলাপ অনুষ্ঠানের আয়োজন করে পঞ্চগড় জেলা ছাত্রলীগ। অনুষ্ঠানে পঞ্চগড়-১আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা তরুণ-তরুণী নতুন ভোটারদের নানান প্রশ্নের উত্তর দেন। তিনি পঞ্চগড়-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হলে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। এ সময় শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, ক্রীড়া, পর্যটন, কর্মসৃজনসহ বেশ কিছু বিষয়ে তরুণ-তরুণী এবং প্রার্থীর মধ্যে আলোচনা হয়। অংশ নেয়া তরুন তরুণী ও নতুন ভোটারদের করতালির মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।
তরুণ-তরুণী শিক্ষার্থীদের নিয়ে ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরে মুক্তা বলেন, আগামীর পঞ্চগড় হবে তারুণ্য নির্ভর। পঞ্চগড় একদিন হয়ে উঠবে বাংলাদেশের সকল অঞ্চলের জন্য আদর্শ এবং অনুকরণীয়। আর এই কাজটি হবে তরুণদের নেতৃত্বেই। সেই লক্ষ্য আর উদ্দেশ্য নিয়েই হবে আমার প্রধান কাজ। এজন্য তিনি আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় একটি করে ভোট চান। তরুণদের যোগ্যতা, মেধা, শিক্ষা এবং দক্ষতা অনুযায়ী তাদের যুক্ত করতে চাই। তিনি বন্ধু চিনিকল চালু, মেডিকেল কলেজ, বিশ^বিদ্যালয় ও চা চাষীদের সংকট নিরসনে কাজ করবেন বলে ঘোষিত আঞ্চলিক ইশতেহারের কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সিয়াম রহমান। অনুষ্ঠান জেলা ছাত্র লীগের সভাপতি আবু মো. নোমান হাসান, জেলা ছাত্র লীগের সহসভাপতি সাদেকুল ইসলাম বাবু, মো. রিয়াদ প্রধান, সাংগঠনিক সম্পাদক রেজানুর ইসলাম তপুসহ বিপুল সংখ্যক ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু তোয়বুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবীর উজ্জ্বল, আওয়ামী লীগ নেতা মো. নুরুল হুদা, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য অব. মেজর কাজী মৌসুমী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মখলেচার রহমান রেজাসহ দেশের বিভিন্ন কলেজ, বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত সহস্রাধিক তরুণ তরুণী নতুন ভোটার উপস্থিত ছিলেন। #
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং