1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
শনিবার, ১৭ মে ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
আর্থিক সাহায্য প্রদান করে, টুম্পাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে আকুল আবেদন পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিএনপি-জামায়াত নেতাকর্মীর বাড়িতে আগুন দেওয়ার পরিকল্পনা: কৃষক লীগ নেতার অডিও ফাঁস বীর মুক্তিযোদ্ধা আমিনুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত ঠাকুরগাঁওয়ে জনস্বার্থ বিরোধী প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে গণপদযাত্রা নলছিটিতে সড়কের নির্মান কাজ উদ্বোধন করলেন ইউএনও ঝালকাঠি জেলা কর্নধার কমিটির সভা অনুষ্ঠিত আবারও জেলার শ্রেষ্ঠ ওসি নলছিটির আব্দুস ছালাম শিবপুর পুটিয়া ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল সরকারের অপসারণ দাবিতে মানববন্ধন ঘোড়াশালে একসঙ্গে তিন সন্তানের জন্ম, সুস্থ মা ও নবজাতক

চট্টগ্রামে পটিয়ায় নৌকার সমর্থককে কুপিয়েছে জখম করেছে স্বতন্ত্র প্রার্থীর অনুসারীরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ৯৯ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার (চট্টগ্রাম): পটিয়ায় সজিব নামের নৌকা প্রতীকের এক কর্মীকে এলোপাতাড়ি কোপিয়ে জখম করেছে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর অনুসারী সন্ত্রাসীরা। আহত সজিব উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ।জানা যায়,বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর সমর্থক স্বেচ্ছাসেবক লীগ নেতা সজীব প্রার্থীর নির্বাচনী প্রচারণা শেষ করে রাতে মোটরসাইকেল তার নিজ বাড়ি জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল গ্রামে ফিরছিলেন । গৈড়লার টেক নামক স্হানে পৌছা মাত্রই তার উপর আগে থেকে ওঁৎ পেতে থাকা কতিপয় সন্ত্রাসী বাহিনী কিরিচ দিয়ে সজীবকে কুপিয়ে রক্তাক্ত করে। এবং তার মোটরসাইকেল জ্বালিয়ে দিয়ে প্রাণে মারার চেষ্টা করে।আহত সজিবের আর্তচিৎকারে স্থানীয় লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসকরা।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, কাউন্সিলর গোফরান রানা, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন পারভেজসহ নেতৃবৃন্দ তাকে দেখতে হাসপাতালে ছুটে যান।আওয়ামীলীগের নৌকার প্রার্থীর সমর্থকদের দাবী,নির্বাচনী প্রচার কাজ শেষ করে সজীব বাড়ি ফেরার সময় স্বতন্ত্র প্রার্থীর সন্ত্রাসী গুন্ডা বাহিনীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক ভাবে আহত করেছে। এই সন্ত্রাসী বাহিনী নির্বাচন কে গিরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতেছে। নির্বাচনের পূর্বে এদের গ্রেফতার করার দাবি জানাই।  অপর দিকে, স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর অনুসারীর দাবি করেন,নৌকা প্রার্থীর সমর্থকদের আভ্যন্তরীন কোন্দলের কারণে সজিব আহত হয়,তারা বিষয় টা সুষ্ঠু তদন্তের দাবী জানান।পটিয়া থানার ওসি জসীম উদ্দিন জানান, নির্বাচনকে সামনে রেখে কারা হামলা করেছে তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে । জড়িতদের আটক করার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং