ষ্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) :- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত পুলিশ অফিসার-ফোর্সদের নির্বাচনী ব্রিফিং প্রদান কালে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব এস.এম. শফিউল্লাহ্ বিপিএম সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়ে বলেন, নির্বাচনীয় আইন-শৃঙ্খলা রক্ষাপূর্বক নির্বাচনকে অবাধ, সুষ্ঠু , সুন্দর ও নিরপেক্ষভাবে পরিচালনা করার লক্ষে নিরপক্ষতা বজায় রাখার জন্য সকল অফিসার ও ফোর্সেদেরকে নির্দেশ প্রদান করেন,তিনি আজ ৫ জানুয়ারী চট্টগ্রাম জেলা পুলিশ লাইনস মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে অনুষ্টিত ব্রিফিং প্যারেডে এ কথা গুলো বলেন।উক্ত ব্রিফিং এ আরো উপস্থিত ছিলেন জনাব কবীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব আবু তৈয়ব মো: আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি); জনাব সুদীপ্ত সরকার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি), জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ও চট্টগ্রাম জেলার সার্কেল অতিরিক্ত/সহকারী পুলিশ সুপারবৃন্দ এবং চট্টগ্রাম জেলার সকল অফিসার ইনচার্জবৃন্দসহ জেলার বিভিন্ন কর্মকর্তাগণ।