ফজলার রহমান গাইবান্ধা থেকে :- গাইবান্ধার ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড: উম্মে কুলছুম স্মৃতির বাস ভবন ও গাড়ীতে হামলা চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা।
৬ জানুয়ারী বিকেল ৪ টায় পলাশবাড়ী পৌর শহরের কালীবাড়ি বাজার এলাকার বাসায় এ হামলা চালানো হয়।এসময় তার বাসায় সামনে রাখা একটি গাড়ীতে ব্যাপক ভাংচুর চালানো হয়।এসময় সংসদ সদস্য তার নিজ বাস ভবনে অবস্থান করছিলেন বলে জানাযায়।
প্রত্যাক্ষদর্শীরা জানান ৬ জানুয়ারি বিকেল ৪ টার দিকে বিএনপির একটি মিছিল স্থানীয় সাথী হলের সামন থেকে বের হয়ে কালীবাড়ি বাজার এলাকায় এমপির বাসার সামনে পৌছিলে মিছিল থেকে এমপির বাসা উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে বিক্ষোভকারীরা এতে উম্মে কুলসুম স্মৃতির ব্যাবহৃত একটি গাড়ী এবং পাশে রড সিমেন্টের দোকানের বেশ ক্ষতি সাধনায় ।
হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে পৌর মেয়র জননেতা গোলাম সারোয়ার প্রধান বিপ্লব ও আওয়ামিলীগ নেতাকর্মী সমর্থকরা একটি বিক্ষোভ মিছিল করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ ঘটনায় পলাশবাড়ী পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব জানান, বিএনপি শত চেষ্টা করলেও আমাদের ভোট বানচাল করতে পারবেনা! গাড়ী এবং বাড়িতে হামলা করে জনগণের প্রতি ভয় দেখিয়ে কোনো লাভ নেই! আমরা আওয়ামীলীগের কর্মীরা জনগণের সাথে আছি এবং থাকবো।
হামলার ঘটনায় সংসদ সদস্য এ্যাড: উম্মে কুলছুম স্মৃতি এমপি বলেন তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন। তিনি আরো বলেন, জনগন এখন আর ভয় করেনা! কারন জনগণের সাথে আওয়ামীলীগ আছে এবং থাকবে।আমার আসনের জনগণ ভোটকেন্দ্রে যেয়ে তাদের ভোট স্বতঃস্ফূর্তভাবে প্রদান করবে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মো: সাজ্জাদ হোসেন বলেন হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং