মোঃ মঞ্জুরুল আহসান মীম ।।বোদা উপজেলা প্রতিনিধি ( পঞ্চগড় ) ।।পঞ্চগড় জেলার বোদা উপজেলায় আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আজ শনিবার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে বোদা উপজেলা পরিষদ মাঠে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিং প্যারাডে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহরিয়ার নজির, উপজেলা নির্বাচন অফিসার জনাব তকদির আলী সরকার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জনাব অবনীশ চন্দ্র মুনি এবং অফিসার ইনচার্জ, বোদা থানা জনাব মোঃ মোজাম্মেল হক সহ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে নিয়োজিত সদস্যবৃন্দ।
উক্ত ব্রিফিং প্যারেডে নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকলকে পেশাদার বাহিনীর সদস্য হিসেবে পেশাদারিত্ব বজায় রেখে সততা, সতর্কতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান সহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করা হয়।