স্টাফ রিপোর্টার।। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পযাপ্ত নিরাপত্তাসহ সব রকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শনিবার কাল থেকে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পাঠানো হয়েছে। সকাল ৬ টার মধ্যে সকল কেন্দ্রে ব্যালট পেপার পৌছানো হবে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা এক প্রেস ব্রিফিং এ পঞ্চগড়ের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এসব তথ্য জানান।
প্রেস ব্রিফিং এ বলা হয়, জেলার দুইটি আসনে ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং দুইজন বিচারক সার্বক্ষণিক মাঠে থাকবেন। এছাড়া কেন্দ্র, ভ্রাম্যমান এবং স্ট্রাইকিং এ ৮৫২ পুলিশ সদস্য, ১৩ প্লাটুন বিজিবি, ৪ প্লাটুন র্যা ব, এপিবিএন পুলিশ ৪ প্লাটুন এবং ৮ প্লাটুন আনসারসহ ৪ হাজার ৬৪৪ জন ফোর্স মোতায়েন থাকবে।
জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রেসব্রিফিং এপুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সফিকুল ইসলামসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, নির্বাচনের সমস্ত কাযর্ক্রম সচ্ছতার সাথে হচ্ছে। আমারা সকলেই শতভাগ নিরপেক্ষ থেকে একটি অবাধ, সুষ্ঠু ও সহিংসতাহীন নির্বাচনের জন্য সার্বক্ষণিক কাজ করছি। পঞ্চগড়ের পরিবেশ ভালো। এখানে মানুষ শান্তিপুর্নভাবে ভোট দিবেন। যে কোন অনিয়ম আইনগত এবং কঠোরভাবে মোকাবেলা করা হবে।
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, পঞ্চগড়-০১ ও পঞ্চগড়-০২ আসনের মোট ২৮৭ টি ভোট কেন্দ্রে ৮ লাখ ২৬ হাজার ৮৬৪ জন ভোটার ভোট দিবেন। মানুষ যেন নির্ভয়ে, নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এজন্য সবাই আমরা একসাথে কাজ করছি। #
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং