এম,সফিউল আজম চৌধুরী (চট্টগ্রাম): সংসদীয় নির্বাচনী এলাকা-২৯০ চট্টগ্রাম -১৩(আনোয়ারা কর্ণফুলী)তে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত দ্বাদশ সংসদীয় নির্বাচনে ৪৬টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীর প্রার্থী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
তিনি সর্বমোট ভোট পেয়েছেন ৬০ হাজার ৭৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের মাস্টার আবুল হোসেন (মোমবাতি) পেয়েছেন এক হাজার ৬৬১ ভোট।এছাড়া জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রব চৌধুরী টিপু (লাঙ্গল) পেয়েছেন এক হাজার ৯২ ভোট, ইসলামিক ফ্রন্টের স ম হামেদ হোসাইন (চেয়ার) পেয়েছেন ২৯৩ ভোট, খেলাফত আন্দোলনের মৌলভী রশিদুল হক (বটগাছ) পেয়েছেন ২৮৫ ভোট, তৃণমূল বিএনপির মকবুল আহমদ চৌধুরী সাদাদ (সোনালী আঁশ) পেয়েছেন ২৭৮ ভোট, সুপ্রিম পার্টির মো. আরিফ উদ্দিন (একতারা) পেয়েছেন ১৮২ ভোট।এ আসনটিতে মোট ভোটার সংখ্যা এক লাখ ২৬ হাজার ২৫৭ জন।তন্মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৬৫ হাজার ৫৫২ জন ভোটার।জনাব জাবেদ এনিয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য হলেন।তিনি বর্তমানে ভুমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন।এদিকে ফলাফলের এই খবর পাওয়ার পর আনোয়ারা-কর্নফুলী উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা। মিষ্টি বিতরণ চলে বিভিন্ন জায়গায়। নির্বাচিত হওয়ার পর সাইফুজ্জামান চৌধুরী জাবেদ দুই উপজেলার জনগনকে শুভেচ্ছা জানিয়েছেন।তিনি বলেছেন, আগামীতে উন্নয়নের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার মাধ্যমে আনোয়ারা -কর্ণফুলী উপজেলাকে আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। এই আসনে সকালে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়ে কেন্দ্রগুলোতে। তবে দুপুরের পর কেন্দ্রগুলোতে ভোটার সংখ্যা একেবারেই কম ছিল।এদিকে, কর্ণফুলী উপজেলার চেয়ারম্যান ফারুক চৌধুরীর প্রতিক্রিয়াই বলেন, প্রথমে আল্লাহ্ রাব্বুল আলামীনের কাছে শোকরীয়া জ্ঞ্যাপন করে বলেন ।তৃণমূল সু-সংগঠিত হলে ভোটার উপস্থিতি এবং প্রার্থীকে বিজয়ী করা দুটোই সহজ,প্রতিটি কেন্দ্রে তারই প্রতিফলন ঘটেছে ।বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মাননীয় ভূমিমন্ত্রী আনোয়ারা-কর্ণফুলী উপজেলার উন্নয়নের কান্ডারী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভাইকে বিজয়ী করার জন্য প্রতিটি ক্ষেত্রে আপনারা রাতদিন পরিশ্রম করে নিজের সর্বোচ্চটা দিয়েছেন ।আপনারা সফল এবং সার্থক হয়েছেন ।বাংলাদেশ আওয়ামীলীগ কর্ণফুলী উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।