ষ্টাফ রিপোর্টার(চট্টগ্রাম):- চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের একটি ভোট কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সকাল ১১টায় সংঘর্ষ ঘটে ফলে উত্তেজনা তৈরি হলে ভোটারদের মধ্যে আতংক সৃষ্টি হয়।ভয়ে ভোটাররা ভোটকেন্দ্র ছেড়ে দৌড়াদৌড়ি করতে থাকেন। পরে পুলিশ এসে দুই পক্ষকে ধাওয়া দিয়ে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।জানা যায়,আজ রবিবার সকাল ১১টার সময় বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চূড়ান্তমুড়া আহমদিয়া পাড়া এবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে ।কেন্দ্রের বাইরে চাম্বল ইউনিয়ন পরিষদের সদস্য জসিম উদ্দিন তার সমর্থকদের নিয়ে নৌকার পক্ষে ভোট দিতে ভোটারদের প্রলুব্ধ করছিলেন। পরে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন ঈগলের সমর্থকেরা। উভয়ের কথা কাটাকাটির এক পর্যায়ে দুইপক্ষের সমর্থকেরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তা মারামারিতে রূপ নেয়। প্রশাসনের তরিৎ পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে , বর্তমানে স্বাভাবিক ভাবে ভোট গ্রহন চলছে।