স্টাফ রিপোর্টার।। পঞ্চগড়-১ আসনে বেসরকারীভাবে ঘোষিত ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা নৌকা প্রতীকে এক লাখ ২৪ হাজার ৭৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত সম্রাট ট্রাক প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ২১০ ভোট । এখানে ভোটের হার ৪৪ দশমিক ০৮ শতাংশ।
পঞ্চগড়-২ আসনে রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজন এক লাখ ৮১ হাজার ৭২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লুৎফর রহমান রিপন লাঙ্গল প্রতীকে সাত হাজার ৬২৭ ভোট পেয়েছেন। এখানে ভোটের হার ৫৩ দশমিক ১৫ শতাংশ। রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। #
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং