স্টাফ রিপোর্টার ।। পঞ্চগড়-২ ( বোদা-দেবীগঞ্জ) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজন। এ নিয়ে তিনি এ আসনে চতুর্থবারের মত সংসদ সদস্য নির্বাচিত হলেন। তিনি মোট ভোট পেয়েছেন এক লাখ ৮১ হাজার ৭২৫ ভোট। তিনি ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। মো. নুরুল ইসলাম সুজনের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী লুৎফর রহমান রিপন পেয়েছেন ৭৬২৭ ভোট। তিনি লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করেন। একতারা প্রতীকে বাংলাদেশ সুপ্রীম পার্টির (বিএসপি) আহমাদ রেজা ফারুকী পেয়েছেন ৪৪৭০ ভোট, তৃণমূল বিএনপির আব্দুল আজিজ সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ৪৪২০ ভোট। দুই উপজেলা দুইটি পৌরসভা ও ২০ টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনের মোট ভোট কেন্দ্র ১৩১টি। এই সংসদীয় আসনে গড় ভোট পড়েছে ৫৩.১৫ শতাংশ।
রেলপথ মন্ত্রীর বড় ভাই বীর মুক্তিযোদ্ধা প্রয়াত অ্যাডভোকেট সিরাজুল ইসলাম আওয়ামী লীগের প্রথম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৩, ১৯৭৯ সালে এই আসনে (দিনাজপুর-২ আসনে) এবং ১৯৮৬ সালে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনে জয়ী হলে তিনি রেলপথমন্ত্রীর দায়িত্ব পান। #