ষ্টাফ রিপোর্টার :- চট্টগ্রাম ইপিজেডের (সিইপিজেড) বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে প্যাসিফিক জিন্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এনএসটি ফ্যাশনের শ্রমিকেরা। দীর্ঘদিন যাবত শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল কতৃপক্ষকে। কিন্তু কতৃপক্ষ কোন সুরাহ না করায় আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে এই আন্দোলন কর্মসূচিতে নামে শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবে বলে জানায়।এ ঘটনায় পুলিশ ও শ্রমিকরা মুখোমুখি অবস্থান নিয়েছে। শ্রমিকদের আন্দোলনের মুখে পরে অবশ্য কতৃপক্ষ চার হাজার টাকা বেতন বাড়ানোর আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।পরে সবাই ফের কাজে যোগ দেয় প্রতিষ্ঠানটির শ্রমিকরা । শিল্প পুলিশ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার সেলিম নেওয়াজ বলেন, বেতন বৃদ্ধির বিষয়ে শ্রমিক সহ দুপক্ষের সঙ্গে বসে বিষয়টি সমাধান করা হচ্ছে।অপর দিকে, সিইপিজেডের একটি সূত্র জানায়, বাংলাদেশ রফতানি প্রক্রিয়াজাতকরণ কর্তৃপক্ষের (বেপজা) নির্ধারিত নতুন বেতন কাঠামো অনুসারে এখন শ্রমিকদেন নূন্যতম বেতন ১২ হাজার ৮০০ টাকা। সে অনুযায়ী এরই মধ্যে ইপিজেডের
ইয়াংওয়ান কারখানায় শ্রমিকদের বেতন ৪ হাজার ৫০০ টাকা করে বাড়িয়েছে।সুত্রটি আরো জানায়, প্যাসিফিক জিন্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বেতন বাড়ানোর প্রক্রিয়া ভিন্ন।তাদের কোম্পানির নিয়ম মোতাবেক গ্রেড অনুসারে বেতন বাড়ানো হয়।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং