ষ্টাফ রিপোর্টর(চট্টগ্রাম) :-সিএমপি কোতোয়ালী থানা পুলিশ এক অভিযান চালিয়ে স্টেশন রোড থেকে ছিনতাইকারীদের মাস্টারমাইন্ড মো. মেহেরাজ (২২) নামে এক যুবককে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করেছে।মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত আড়াইটায় স্টেশন এলাকার ৭ নম্বর বাস পার্কিং এর মাঠের দক্ষিণ পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।মো. মেহরাজ,বরিশাল জেলার বাবুগঞ্জ থানার আগরপুর গ্রামের হাছান চৌধুরী বাড়ির মো. নাছিরের ছেলে। বর্তমানে সে নগরীর সিআরবি এলাকায় বসবাস করে।
কোতোয়ালী থানা। সুত্রে জানা যায়, বিশেষ অভিযানে গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় স্টেশন রোড এলাকা থেকে মেহেরাজ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১টি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার মেহেরাজ জিজ্ঞাসাবাদে জানিয়েছে,জব্দকৃত অস্ত্র দিয়ে সে নগরীর টাইগারপাস, কাঠের বাংলো, পলোগ্রাউন্ড, আটমার্চিং মোড়, বিআরটিসি মোড়, কদমতলী মোড়, বাটালী রোড, স্টেশন রোড, সিআরবি-গোয়ালপাড়াসহ বিভিন্ন স্থানে ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড করত।ছিনতাই করার জন্য সে উক্ত স্হানে অবস্থান করছিল।তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং