স্টাফ রিপোর্টার।। জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে নিয়োজিত সকল সংস্থার সাথে কার্যকর সমস্বয় এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ অনুষ্ঠান ও সম্পাদনে বিশেষ ভূমিকা পালন করায় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্বরাস্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান বিপিএএ। তিনি একই সাথে তাঁর সকল সহকর্মীকে আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার জেলা প্রশাসকনের কাছে পাঠানো এক ধন্যবাদ ও শুভেচ্ছা পত্রে বলেন, দ্বাদশ সয়ংসদ নির্বাচনে আপনি ও আপনার অধীনে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারীগণ অত্যন্ত আন্তরিকতা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করায় নির্বাচন কমিশন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। সর্বমহলে গ্রহণযোগ্য এ নির্বাচন অনুষ্ঠানে জেলা প্রশাসক ও তাঁর টিমকে নির্বাচন কমিশনের পক্ষে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে পঞ্চগড়ের দায়িত্ব পালন করেন প্রবীণ গণমাধ্যমকর্মী শহীদুল ইসলাম শহীদ জানান, নির্বাচনটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছে। রির্টানিং অফিসার তাঁর দায়িত্ব পালনে শতভাগ সফল হয়েছেন।
এ ব্যাপানে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা পালন করে একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে পেরেছি বলেই এমন অভিনন্দন জানিয়েছেন অনেকেই। #