স্টাফ রিপোর্টার:- সিএমপি চান্দগাঁও থানা পুলিশ এক অভিযান চালিয়ে বলির হাট খালাসি পুকুর পাড় নামক এলাকা হতে তাস ও নগদ টাকাসহ সাতজন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে । আজ শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় বলির হাট খালাসি পুকুর পাড় নামক এলাকার একটি চায়ের দোকান হতে জুয়া খেলার সময় তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, চান্দগাঁও থানাধীন বলির হাট খালাসি পুকুর পাড় এলাকা থেকে তাস ও নগদ টাকাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১০৪টি তাস ও নগদ ছয় শ নব্বই টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিএমপি অর্ডিন্যান্সের ৯৪ ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়েছে।