ষ্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ৪ কেজি ৫৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।শনিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শারজাহ থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট ইএ-১৫২ থেকে এ স্বর্ণ উদ্ধার করে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।গোপন সুত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে শারজাহ হতে আগত বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ভিতরে তল্লাশি চালিয়ে সিটে নিচে পরিত্যক্ত অবস্থায় উক্ত স্বর্নগুলি উদ্ধারকরা হয়।উদ্ধার করা স্বর্নের আনুমানিক মূল্য ৩ কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৩৬০ টাকা।উদ্ধারকৃত স্বর্ণের পুরোটাই কাস্টমস কর্তৃক জব্দ হওয়ায় স্বর্ণের মূল্যের পুরোটাই সরকারি রাজস্ব হিসেবে গণ্য হবে কাষ্টমস কর্মকর্তারা জানান।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং