একটা ডানা ভাঙা দুপুর
শেওলা-ছাতার দলে পড়ে থাকে।
শীতের পুরোনো শালে জমানো নোনাজল
বিষন্ন স্বরে হাসে।
বিরহী বিকেল শূন্যতার শোক
জমানো আলাপ বিপন্ন সময়ে
জলের কার্নিশে ভাসে।
গতকাল কেটেছে --
পাখিদের সঙ্গম তুমি নামক শ্লোকে।
আজ এবং আগামীকাল
তোমার ফিরে আসার অপেক্ষায় সহসা
স্বতঃস্ফূর্ত যুবতী হলাম।
ফেরা-২
আহা স্মৃতির ফ্রেমে বাঁধা ফড়িংটা
আজ যেন কোথায় লেজে আটকা।
কত বিনিদ্র রজনী তাহার নামে
ঘুম-ঘুম নগর আঁকা।
ভালোবাসা বুঝি এমন
চোখ ফেরেনি, বেলকনিতে রাখা অর্কিডে
অধরা গল্পের সেই নামটা,
বুকের কোলাজে বন্দী রাখা।
তব মুক্ত আজ পেখম মেলে
আমার কবিতার মতো করে লেপ্টে থাকা।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং