কাছেই আছি বন্ধু আমার
পাশেই রবো কবির
শব্দ চাষের সঙ্গি হবো
গল্প হবো ছবির।
একেক করে অনেকটা পথ
আছি লেখার সাথে
ভাব আসে যায় যখন তখন
সকাল কিংবা রাতে।
গুণী সকল বন্ধু বান্ধব
যারা লিখে যান
লেখনীতে ফুটান আলো
পড়লে ভরে প্রাণ।
ভালোবাসা পেলাম যতো
রাখি মাথা পেতে
পড়বে মনে বন্ধু জানি
ছেড়ে কোথাও যেতে।
দোয়া করি দুহাত তুলে
সুখে কাটুক দিন
শোধ হবে না জানি কভু
তোমাদের এই ঋণ।