স্টাফ রিপোর্টার।। পঞ্চগড় জেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভা রোববার জেলা প্রশাসক জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হওয়ায় ও নির্বাচনী পূববর্তী ও পরব্বর্তী তেমন কোন সহিংসতার ঘটনা না ঘটায় সন্তোষ প্রকাশ করেন বক্তারা।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. জহরুল ইসলাম বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হওয়ায় ও নির্বাচনী পূর্ববর্তী ও পরব্বর্তী তেমন কোন সহিংসতার ঘটনা না ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীস সকলের প্রতি কৃতজ্ঞা সন্তোষ করে বলেন, যে কোন মূল্যে জেলার আইন শৃঙ্ঘলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে দায়িত্বলতার সাথে কাজ করতে হবে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, কারো সাথে কোন রকমের লেনদেন করবেন না। পরীক্ষায় প্রকৃত মেধাবীরাই চাকরি পাবে। অতীতে বেশ কিছু নিয়োগে এমন অভিযোগ এসেছিল বা আমরা ধরতে পেরেছি। তাদের কিন্তু আইনের আওতায় আনা হয়েছে।
পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, পুলিশ বাহিনী সকল প্রকার অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ দায়িত্ব পালন করছে। বাহিনীর কোন সদস্য অপরাধে জড়িত নেই। যান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলন, জুয়া, মাদক, চোরাচালানসহ সকল অপরাধ বন্ধে পুলিশ সর্তক রয়েছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল যুবায়েদ হাসান বলেন, সীমান্তে মাদক, চোরাচালান, জিরোলাইনে পাথর উত্তোলন বন্ধে বিজিবি তৎপর রয়েছে। তবে ঘন কুয়াশায় দায়িত্ব পালনে অসুবিধারি সম্মুখীন হচ্ছেন বাহিনীর সদস্যরা। সাম্প্রতিক সময়ে দুটি সোনার বড় চালান উদ্ধার করেছে বিজিবি।
এছাড়া সভায় সড়ক নিরাপত্তা-সড়ক দুর্ঘটনা, ভোক্তা অধিকার সংরক্ষণ, নারী শিশু নির্যাতন, সন্ত্রাস নাশকতাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় অন্যান্যের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ,পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ মো. দেলওয়ার হোসেন প্রধান, সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী, পৌর মেয়র জাকিয়া খাতুন, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, জ্যেষ্ঠ গণমাধ্যম কর্মী শহীদুল ইসলাম শহীদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, সাংবাদিক সফিকুল আলম সফিক বক্তব্য দেন।
সভায় জেলা পর্যায়ের কর্মকর্তাম সকল ইউএনও ও কমিটির সদস্যসহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হওয়ায় ও নির্বাচনী পূববর্তী ও পরব্বর্তী তেমন কোন সহিংসতার কোন ঘটনা না ঘটায় এবং জেলা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করেন। আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং কেউ যাতে কোনো প্রকার বিঘ্ন ঘটাতে না পারে, সে বিষয়ে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। #
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং