মন ভেঙে দিতে কেউ না কেউ
আসবে ক্ষণে ক্ষণে,
তাই বলে মনের দুঃখে
যেওনা চলে বনে!
মনের মধ্যে শক্তি সঞ্চার করো
শক্তভাবে মনের
হাল ধরো।
মন তো নয় কচুপাতার পানি,
টোকা দিলেই ঝরে যাবে
মাটি চুষে খাবে।
মন হলো খনিজ সম্পদ
মেধা মনন দিয়ে তারে সাজাও
মাদলের বাজনা বাজাও।
চলে যাও নিজের ভাবনায় বহুদুরে
দেখ জগৎ ঘুরে।
অন্তরে তোমার যতই থাকুক দুঃখ
বাহিক্যের চিত্রে
যেন দেখা না যায় রুক্ষ।
কোনমতেই যেন মনের পথ না হারায়,
তুমি সফল হলে
দেখবে তোমার সম্বল অন্যজনেও খায়।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং