স্টাফ রিপোর্টার।। তীব্র শীতে কাঁপছে সর্বোত্তরের পঞ্চগড় জেলা। এই কনকনে শীতে অসহায়,দরিদ্র মানুষের মাঝে উষ্ণ উপহার হিসেবে কম্বল বিতরণ করেছেন পঞ্চগড়-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তা।
তিনি রোববার রাতে তেঁতুলিয়া ও পঞ্চগড় উপহার হিসেবে শীতের কম্বল বিতরণ করেন। দুটি স্থানে তিনি আটশ কম্বল বিতরণ করেন। এ সময় তিনি বলেন, আগের থেকে মানুষ অনেক ভালো আছে। তবুও তীব্র শীতে মানুষ কষ্ট পাচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের কর্মীরা সাধ্যমত প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উষ্ণতা বিতরণ করছি। তিনি সরকারের পাশাপাশি শীতার্তদের সহায়তায় জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
এ সময় কেন্দ্রীয় কৃষক লীগের সহ সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল লতিফ তারিন, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুন, তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমানসহ জেলা উপজেলা আওয়ামীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। #