1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
রবিবার, ১৮ মে ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
ইজারাদারের পক্ষ থেকে এক বেলা খাবার ও গামছা উপহার পেয়ে আনন্দে ব্যবসায়ীরা রায়পুরা আতস আলী বাজারে জেলা পরিষদের সদস্য রাজিব আহমেদ জমি জবর দখলের চেষ্টা অভিযোগ আলী আসগর মোল্লা বিরুদ্ধে গাইবান্ধায় সুরবানী সংসদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসকে ধ্বংস করেছে কেয়ারটেকার সরকারকে যখন নিষিদ্ধ করা হয় পঞ্চগড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান অর্থের অভাবে চিকিৎসার খরচ চালাতে পারছে না সাংবাদিক মাসুদ ঘোড়াশালে ট্রাকের চাপায় যুবক নিহত, চালক আটক প্রত্যন্ত অঞ্চলে আবু তালেবের মানুষ গড়ার কারখানা  আর্থিক সাহায্য প্রদান করে, টুম্পাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে আকুল আবেদন পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

‘এটা কি ইউএনওর বাবার জমি, বেটারা বেড়ে গেছে’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।।পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়কের পাশের খাস জমিতে রাতের বেলা নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে বেধড়ক মারধরের শিকার হয়েছেন ভূমি অফিসের কর্মচারী আপন ইসলাম। তিনি উপজেলা ভূমি অফিসে গাড়ি চালক হিসেবে কর্মরত আছেন।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দিবাগত রাতে দেবীগঞ্জ পৌর শহরের চৌরাস্তা-সোনাহার সড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের বিপরীত দিকে সড়কের পাশের খাস জমিতে দোকানঘর নির্মাণ করা হয় এবং আরো দোকানঘর নির্মাণের জন্য পিলার পুঁতে রাখা হয়। বিষয়টি সোমবার জানাজানি হলে এসি ল্যাণ্ড অফিসের অতিরিক্ত দায়িত্বে থাকা ইউএনও শরীফুল আলমের নির্দেশে সদর ভূমি অফিসের কর্মকর্তা মুক্তার হোসেনসহ ভূমি অফিসে কর্মরত ১২ জনের একটি দল স্থাপনা উচ্ছেদের জন্য যায়। ঘটনাস্থলে যাওয়ার পর স্থাপনা উচ্ছেদে তাদের বাধা দেওয়া হয়। এই সময় অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা দিতে প্রায় দেড়শর অধিক ব্যক্তি জড়ো হন। এরা সবাই ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী। পরে এসি ল্যাণ্ড অফিসের কর্মচারীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে গাড়ি চালক আপন ইসলামকে শাবল দিয়ে মারতে আসেন বেশ কয়েকজন। এইসময় অফিসের অন্যান্য কর্মচারীদের মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। পরে আপন পাশেই মিন্টুর দোকানে ফ্লেক্সিলোড নিতে গেলে সেখানে তার উপর দ্বিতীয়বার হামলা চালানো হয়।
ভুক্তভোগী আপন ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে যাওয়ার পর ‘এটা কি ইউএনও’র বাবার জমি, বেটারা বাড়ে গেছে’ এমনটা শোনার পর আমি সামনে এগিয়ে গিয়ে এর প্রতিবাদ করি। তখন তারা আমাকে শাবল দিয়ে হামলা করতে আসলে অন্যান্যদের মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। পরে পাশেই এক ফ্লেক্সিলোড দোকানে গিয়ে ফ্লেক্সিলোড দেওয়ার সময় হুট করে এসে চেয়ার দিয়ে আমার উপর হামলে করে। এইসময় আত্মরক্ষার্থে আমি চেয়ার ধরতে গেলে সবাই মিলে আমাকে মারধর করে। অভিযোগ উঠেছে এরা সবাই কৃষকলীগ নেতা, দেবীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আশরাাফুল আলম এমু ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহীনুর ইসলামের নেতৃত্বেই দখলসহ এসব ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি উপস্থিত ছিলেন এবং তার নেতৃত্বেই এসব ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা হামলায় অংশ নেন।
আশরাাফুল আলম এমু অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমি তো ভাই এখন কৃষকলীগের নেতা। একটু আগে ঘটনাটি শুনলাম।’ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহীনুর ইসলাম বলেন, আমি ঘটনায় জড়িত নই এবং উপস্থিতও ছিলাম না। তিনি উপস্থিত ছিলেন এবং ভিডিও ও ফোন কলের রেকর্ড রয়েছে।
ইউএনও শরীফুল আলম বলেন, খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের খবর পেয়ে তা উচ্ছেদে সেখানে ভুমি কর্মকর্তাকে পাঠানো হয়েছিল। তাদের সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে বলে শুনেছি। এই ব্যাপারে আমরা আইনী পদক্ষেপ নিচ্ছি।
পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, বিষয়টি আমরা জানি। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।
উল্লেখ্য, দেবীগঞ্জ থানা এবং দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের পাশে ঘটনাস্থল হলেও দীর্ঘদিন থেকে খাস জমিতে একের পর এক দোকানপাট নির্মাণ হয়ে আসলেও প্রশাসন ও পুলিশ কখনই আইনী পদক্ষেপ গ্রহণ করেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং