স্টাফ রিপোর্টার।। পঞ্চগড়ের বোদা উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপ সাদ্দাম হোসেনের পক্ষ থেকে উষ্ণ উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে ‘তারুণ্য গড়বে পঞ্চগড়ের’ এই ব্যানারে চারশত শীতার্তদের মাঝে উপহার হিসেবে এসব শীতবস্ত্র তুলে দেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুর রহিম রিপন। বড়শশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি সুয়াইব সাদিক উচ্ছ্বাস, বড়শশী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোস্তাফিজুর রহমান মোহন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল ইসলাম মানিক, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ, সাবেক সাধারণ সম্পাদক মানিক সরকার, বোদা পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলী, ছাত্রলীগ সাবেক নেতা ফিরোজ হাসান ফাহিম, জুয়েল ইসলাম, আরিফ ইসলাম প্রমুখ।
উষ্ণ উপহার হিসেবে কম্বল পেয়ে অনেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাদ্দাম হোসেনের জন্য দোয়া করেন।
সাদ্দাম হোসেন পঞ্চগড়ের বোদা পৌর এলাকার সাতখামার গ্রামের বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম বাচ্চুর ছেলে। মননশীল ও সৃজনশীল ছাত্রনেতা, শিক্ষার্থী বান্ধব আচরণ, আপোষহীন, বাকপটু, সুবক্তা, পরিচ্ছন্ন ইমেজের অধিকারী, এখনও পর্যন্ত ছাত্রজীবনে কোনো অপরাধের সাথে তার নাম আলোচিত না হওয়া, আইন অনুষদের মেধাবী ছাত্র, ছাত্রদের যে কোনো সমস্যায় এগিয়ে আসা, ছাত্রলীগের কর্মীদের সাথে অনন্য সম্পর্ক স্থাপন, প্রগতিশীল চিন্তা-চেতনার অধিকারী হওয়া ইত্যাদি নানা কারণে সাদ্দাম হোসেন সাধারণ শিক্ষার্থীদের নিকট জনপ্রিয় হয়ে ওঠেন। সাদ্দাম হোসেন ২০১১-২০১২ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। তিনি মেধা ও শিক্ষার্থীদের পক্ষে অনর্গল বক্তৃতার মাধ্যমে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে আলোচিত এক নাম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এজিএস পদে নির্বাচিত হন।
সাদ্দাম হোসেন বলেন, ‘‘ আমার বাড়ি বোদাতে। আমার বাবা বীর মুক্তযোদ্ধা। আমি বোদা-দেবীগঞ্জের মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষের জন্য কিছু কাজ করতে চাই। আপনারা সহযোগিতা করলে আমি আপনাদের পাশে থাকতে চাই। #