ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল ওরফে মারো সামাদ কে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম।
১৫ জানুয়ারী সোমবার বিকালে কোমরপুর বাজারের নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার হয়েছেন তিনি।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মোহাম্মাদ সাজ্জাদ হোসেন এর দিক নির্দেশনায় ওসি তদন্ত লাইছুর রহমান এর নেতৃত্বে এস আই শফিক,এস আই রাজুসহ একটি টিম কোমর পুর বাজার এলাকার বাসা থেকে আব্দুস সামাদ মন্ডল ওরফে মারো সামাদ কে গ্রেফতার করে।
আব্দুস সামাদ মন্ডল ওরফে মারো সামাদ পলাশবাড়ী উপজেলা সর্বাঙ্গ ভাদুরিয়া গ্রামের আফসার মন্ডলের ছেলে।
এবিষয়ে পলাশবাড়ী থানা অফিসার ইনর্চাজ আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান,আব্দুস সামাদ মন্ডল এর বিরুদ্ধে পলাশবাড়ী থানায় বিগত ও বর্তমান ৮ টি মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর হতে দেশে বিএনপির কথিত আন্দোলনকে সামনে রেখে পলাশবাড়ীতে হরতাল অবরোধ সহ বিএনপির কর্মসূচী থেকে সড়ক মহাসড়কে গাড়ী ভাংচুর,পুলিশের উপর হামলা ও ভোট কেন্দ্রে হামলা করে ভাংচুর ও সাধারণ মানুষকে মারধর করে গুরুতর আহত করার মতো ঘটনার নেতৃত্ব প্রদানকারী পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল ওরফে মারো সামাদ।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং