চৌধুরী নুপুর নাহার তাজ,নিজস্ব প্রতিনিধি।। কনকনে ঠাণ্ডা হিমেল বাতাস বইছে উত্তরের জেলা দিনাজপুরে। দেশের এই জেলাটি হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় শীতের তীব্রতা একটু বেশি। এরই মধ্যে গত ৬ দিন থেকে সূর্যের দেখা মিলছে না। গতকাল জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এখানে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
শীতে বেশি কাবু হয়েছে শিশু ও বয়স্করা। এমন কনকনে শীতে দিনাজপুরের খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তাজ উদ্দিন শীতবস্ত্র (কম্বল) অসহায় শীতার্ত পরিবারের মাঝে বিতরণ করেছেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলায় বসবাসরত ২৫ শত অসহায় শীতার্ত পরিবারের পাশে শীতবস্ত্র (কম্বল) নিয়ে হাজির হন ইউএনও মো: তাজ উদ্দিন।
এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান, সাবেক ভেরভেরী ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন সরকারসহ অনেকে উপস্থিত ছিলেন।
ইউএনও মো: তাজ উদ্দিন জানান, ‘এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষগুলো। তাইতো জেলা প্রশাসক শাকিল আহম্মেদ-এর দিক নির্দেশনা মোতাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার শীতার্ত দুস্থ মানুষ, এতিমখানা, অন্ধকল্যান সমিতি ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি।’
এ কম্বল বিতরণ চলমান থাকবে বলে উল্লেখ করে সমাজের বৃত্তবানদেরকে এসকল অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।