ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃগাইবান্ধা গোবিন্দগন্জপ নিজ নির্বাচনী এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন গোবিন্দগঞ্জ -৪ আসনের এমপি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ ।
১৫ জানয়ারী সোমবার বিকাল সাড়ে তিনটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়ার সভাপতিত্বে গোবিন্দগঞ্জ সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা সহ ১৮ টি ইউনিয়নের ২ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি জাকারিয়া ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু, যুগ্মসাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র মুকিতুর রহমান রাফি,প্রকল্প বাস্তবান কর্মকর্তা জিন্দার আলী,গোবিন্দগন্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুল আলম,সাপমাড়া ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, গুমানীগন্জ ইউপি চেয়ারম্যান মাসুুদুর রহমান মুরাদ, কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণকালে সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, বর্তমান সরকার শীতার্ত মানুষের জন্য পর্যাপ্ত কম্বল বরাদ্ধ করেছে। ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারাদেশে শীতার্তদের মাঝে ৩০ লাখেরও বেশি কম্বল বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, সরকারের পাশাপাশি বিত্তশালীদের উচিত তাদের সাহায্যে এগিয়ে আসা। আমরা যারা সংসদ সদস্য আছি, তারা সাধ্যমত শীতবস্ত্র ক্রয় করে তা সাধারণ মানুষের মাঝে বিতরণ করছি।