ষ্টাফ রিপোর্টার:-চট্টগ্রাম সার্কিট হাউজে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি সাথে আজ ১৬ জানুয়ারি শুভেচ্ছা বিনিময় করেন সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।এসময় পররাষ্ট্রমন্ত্রী সুষ্ট ভাবে নির্বাচন সফল করার জন্য পুলিশ প্রশাষনকে আন্তরিক অভিনন্দন জানান,এবং আগামীতে দেশের জনগনের জানমালের নিরাপত্তার জন্য অতীতের মত সাহসীকতার সহিত কাজ করার আহবান জানান।শুভেচ্ছা বিনিময়কালে সিএমপি কমিশনারের সাথে ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম-বার (অতিরিক্ত ডি আই জি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়সহ সিএমপির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।