জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ চোর চক্রের তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
গ্রেফতারকৃতরা হলেন - বালিয়াডাঙ্গী উপজেলার মোড়লহাট বোবড়া গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে মো. সাইফুল ইসলাম (২২), রায়মহল নেন্দপাড়া গ্রামের মো. কিসমত আলীর ছেলে মো. সোহেল রানা (২৪) ও সদর উপজেলার ভাওলাহাট (তেতুলিয়া) গ্রামের মোঃ খোরশেদ আলমের ছেলে মোঃ আব্দুর রহিম (৩২)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ৯ জানুয়ারি মো. জসীম উদ্দিন মোড়ল হাটে তার মুদির দোকান বন্ধ করে রাত সাড়ে ৯ টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি যাওয়ার সময় পথি মধ্যে বোবড়া ঈদগা এলাকায় অজ্ঞাতনামা ৩-৪ জন ব্যক্তি তাকে আটক করে তার হাত-পা বেঁধে ভুট্ট ক্ষেতে ফেলে দিয়ে তার ব্যবহৃত মোটরসাইকেল ও তার দোকানের চাবি নিয়ে দোকানের তালা খুলে দোকানের প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি করে মোটর সাইকেলসহ পালিয়ে যায়।
এবিষয়ে জসীম উদ্দিন বালিয়াডাঙ্গী থানায় অভিযোগ করলে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল মোড়লহাট এলাকা থেকে ঘটনার সাথে জড়িত তিন জনকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য মতে পীরগঞ্জ ভোমরাদহ গাজিপাড়া মো. আমির হোসেন ওরফে ভুট্টু এর বসতবাড়ি হতে চোরাই মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং