1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
রবিবার, ২৯ জুন ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
রুহিয়ায় দৈনিক প্রতিদিনের চিত্র নিউজ পোর্টাল উন্মোচনে অভিনন্দন ঠাকুরগাঁওয়ে ভাঙাচোরা রাস্তা মেরামত করলেন বিএনপি নেতা মীর জাহিদ সেনাবাহিনীর বিশেষ নিরপত্তায় পাঁচ হাজার সনাতনীদের রথযাত্রা ইউনিয়ন জামায়াতের সভাপতির নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলার প্রতিবাদের সংবাদ সম্মেলন মাধবদীতেআদালতের নাজিরের বুকে পিস্তল ঠেকিয়ে সরকারি কাজে বাধা, আহত ৩; ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক মির্জা ফখরুলের আশ্বাস।।  ঠাকুরগাঁও নাট্য সমিতি হলকে ভেঙ্গে আধুনিক কমপ্লেক্স হিসাবে গড়ে তোলার উদ্যোগ দূর হয়েছি ঘাড় নিচু করে  //   মোহাম্মদ মনজুর আলম অনিক জয়ের নূর মাখি  // সরদার ফাতিমা পীরগঞ্জে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে মাধবদীতে আদালতের রায় তামিল করতে গেলে হামলা, ম্যাজিস্ট্রেট-পুলিশের ওপর চড়াও ভূমিদস্যুরা – ২ জন আটক

নোয়াখালীর সুবর্ণচরে উৎপাদিত শিমের বিচি রপ্তানি হচ্ছে বিদেশে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।। রপ্তানি হচ্ছে নোয়াখালীর সুবর্ণচরে উৎপাদিত শিমের বিচি। কৃষকদের কাছ থেকে সংগ্রহ করে তা আমেরিকা, চীন আর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠাচ্ছে দেশি কোম্পানিগুলো। এতে দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা যুক্ত হওয়ার সঙ্গে স্বচ্ছলতা ফিরেছে কৃষকদের পরিবারে। সংরক্ষণাগারসহ বাজার ব্যবস্থা উন্নয়নে উদ্যোগ নেয়ার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের।

প্রিয় সবজি শিমে পূর্ণ গাঢ় সবুজ গাছ। সেসব সংগ্রহে ব্যস্ত কিষানিরা। বাড়ির বারান্দায় সেই শিমের বিচি আলাদা করতে বসেছেন নারীরা। এ যত্নের কারণ পরিপুষ্ট এসব দানা যাবে আমেরিকা ও চীনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।

নোয়াখালির সুবর্ণচরের শিম চাষিরা ব্যস্ত সময় কাটচ্ছেন রপ্তানির এসব পণ্য নির্ভেজালভাবে প্রস্তুত করে দিতে। পানিতে ধুয়ে বস্তা ভর্তি শিমের বিচি বাজারে এনে তুলে দেন পাইকারদের হাতে। এক চাষি বলেন, এখন পর্যন্ত ১ লাখ ১২ হাজার টাকার শিমের বিচি বিক্রি করেছি। আরও ৪০ হাজার টাকার বিক্রি করতে পারবো।

সুবর্ণচর ছাড়া কোম্পানিগঞ্জ, হাতিয়া ও সদরে উৎপাদিত এসব শিমের বিচি সংগ্রহ করে পাইকাররা নিয়ে যান রপ্তানিকারক প্রতিষ্ঠানে। তবে এমন সম্ভাবনার মাঝেও নানা প্রতিকূলতার কথা জানালেন পাইকার ও কৃষকরা।

এক কৃষক বলেন, নোয়াখালীতে সেরকম কোনো কিছু নেই। থাকলে কৃষকরা আরও ভালো দাম পেতো। দূরে না গিয়ে এখান থেকেই পাঠানো যেতো। আরেক কৃষক বলেন, আশপাশের কিছু সড়ক খারাপ আছে। ফলে বড় গাড়ি এখানে ঢুকতে পারে না। ছোটগুলো ঢুকে, কিন্তু তাতে বেশি পণ্য দেয়া যায় না।

এ খাতকে আরও গতিশীল করতে সংরক্ষণাগারের দাবি কৃষিবিদদের। যদিও রপ্তানি বাজার আরও বাড়াতে নানা উদ্যোগের কথা জানালেন কৃষি কর্মকর্তারা। নোয়াখালী পিকেএসফের কৃষিবিদ শীবভ্রত ভৌমিক বলেন, এখানে কোনো সংরক্ষণাগার নেই। সরকারি-বেসরকারিভাবে সেটা স্থাপন করা গেলে কৃষক উপকৃত হবেন। সেই সঙ্গে সংশ্লিষ্টরাও লাভবান হবে।

নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শহীদুল হক বলেন, কৃষকরা যেন বাজারটা ধরতে পারে, আমরা সেই চেষ্টা করছি। তাদের বিশুদ্ধ সার, কীটনাশক দেচ্ছি। রাস্তাঘাট নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছি।

নোয়খালী থেকে প্রতি মৌসুমে শিমের অন্তত ৪০০ টন বিচি রপ্তানির উদ্দেশে নিয়ে যাচ্ছেন পাইকাররা। যার বাজার প্রায় সাড়ে ৩ কোটি টাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং