শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড়।। দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১০ মার্চ রোববার পঞ্চগড়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সকার ৯ টা ১৫ মিনিটে কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হবে। র্যালীটি শহরের প্রধান সড়ক ঘুরে আবার সেখানে গিয়ে শেষ হবে। সেখানে মহড়া অনুষ্ঠানের অনুষ্ঠানের পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে আলোচনাসভা। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. রিয়াজউদ্দিন বলেন, প্রতি বছর মার্চ মাসের শেষ বৃহস্পতিবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হতো। এটি করতে গিয়ে দেখা গেছে শেষের বৃহস্পতিবারটি ২৬ মার্চ হয়ে যাচ্ছে। বেশিরভাগ সময়ই তাই হচ্ছে। সে জন্য গত ১ ফেব্রুয়ারি মন্ত্রী পরিষদের সভায় দিনটি সংশোধন করে ১০ মার্চ করা হয়েছে। এবার থেকে ১০ মার্চ পালিত হবে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। দিনটি উদযাপনের মূল উদ্দেশ্য প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখতে বেসরকারি সংস্থা, সুশীল সমাজসহ সর্বস্তরের জনগণকে সচেতন করা। জলবায়ু পরিবর্তনের ফলে বিশে^ দুর্যোগের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। দুর্যোগ মোকাবলায় আমাদের সম্মিলিত ভাবে কাজ করেত হবে। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে দুর্যোগ সহনীয় ব্যবস্থা গড়ে তুলেছে সরকার। বন্যা প্রবণ এলাকা বাংলাদেশে আশ্রায়ন কেন্দ্র , মুজিব কেল্লাসহ নানা ব্যবস্থা ইতমধ্যে সম্পন্ন করা হয়েছে।
সভায় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক ফরহাদ হোসেন, জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা মো. মিজানুর রহমান, সমাজ সেবা বিভাগের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়সহ জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। #
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং