শূন্যে অন্ত শূন্যে আদি
শূন্যে চলি নিরবধি
শূন্যে শুরু শূন্যে শেষ শূন্যেই পারাপার
শূন্য মাঝে বিরাজ করে
সকল জীবাধার…
হোক তা আকার বা নিরাকার
কিই বা যায় কিই বা আসে !
সকল কিছুই শূন্যে ভাসে ।
প্রাপ্তিযোগে শূন্য মেলে,
অপ্রাপ্তিতেও তাই
এই যে আছে এই যে নাই
সব শূন্যেতে মিলায়…!!
শূন্যে আমার বারামখানা
শূন্যে আমার ঘর
শূন্যে বাঁধা ঘরখানিতে
নেই যে আপন পর ।।