চোখের জ্বলে আগুন নিভেনা
আগুন অনেক দামী
অপব্যবহার করেলে আগুনের
বেড়ে যায় পাগলামি!
প্রকৃতির শোধ বড়ই নিষ্ঠুর হয়
আগুন তাহা জানে
সময় এলে ঠিকই শোধ নিবে
বুঝবে শোধের মানে!
ভাগ্যের চাকা ঘুরতে সময়রা
এক সেকেন্ড নাভাবে
আগুন বাজী বন্ধ কর অবোধ
সুবোধ হওয়ার আগে!