1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারগণের মতামত সভা উত্তরবঙ্গের জমজমাট পশুর হাট যাদুরাণী বাজার ঠাকুরগাঁওয়ে ন্যায়কুঞ্জু ও তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন তারেক রহমানের নির্দেশনায় খানসামায় ছাত্রদলের মানবিক উদ্যোগ; এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে কলম বিতরণ, অভিভাবকদের পানি ও স্যালাইন সরবরাহ কষ্ট কাউকে দেখানো যায় না কষ্টের কথা বলা যায় // রেজাউল করিম (রাজা) পঞ্চগড়ে ১৬ জুলাই শহীদ দিবস পালিত জুলাই বিপ্লব ধারণ করার অঙ্গীকার পঞ্চগড় আটোয়ারীতে– জমিজমা সংক্রান্ত বিরোধে সশস্ত্র হামলা! রাণীশংকৈলে ছাত্রদলের বর্ধিত সভা অনুষ্ঠিত বাগমারায় জুলাই স্মরণে গ্রাফিতি প্রতিযোগিতা  খানসামায় পাটক্ষেতে ভুট্টা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার: পরিকল্পিত হত্যাকাণ্ডের আশঙ্কা পরিবারের

নলছিটিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি : “অধিকার,সমতা,ক্ষমতায়ন,নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠির নলছিটিতে ০৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
০৮ মার্চ শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) আশরাফ আলী,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জেবুন্নেছা, সাংবাদিক শাহাদাৎ হোসেন মনু,জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক মো:মহসীন সিকদার,নারী উদ্যোক্তা শাহজাদী খানম,সুমা আক্তার সহ নারী নেত্রীবৃন্দ।

এসময় বক্তারা দেশে নারীর প্রতি সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেন এবং নারীর নিরাপত্তায় সরকারের প্রতি আরও দায়িত্বশীল হবার আহবান জানান।এছাড়াও বক্তারা উল্লেখ করেন,সমাজে কন্যা শিশুরা এখন আর অবহেলিত নেই। একজন কন্যা যেমন পিতার কাছে প্রিয় সেরকম যেনো পুত্রবধুরাও প্রিয় হোক।একজন পুরুষের কাছে তার নিজ কন্যা যেরকম নিরাপদ অন্যের কন্যাও সেরকম নিরাপদ হোক। এবং দেশে ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনাগুলো অনেক সময় স্থানীয় পর্যায়ে সালিশ মিমাংসার মাধ্যমে অনেক সময় ধামাচাপা দেয়া হচ্ছে যার বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নেয়ারও আহবান জানান।এছাড়াও নিজ কন্যাদের নিকটাত্মীয়ের কাছেও ইদানীং অনিরাপদ দেখা যাচ্ছে যা খুবই উদ্বেগের বিষয় হয়ে দাড়িয়েছে যে বিষয়ে আমাদের সচেতন হবারও সময় এসেছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,একজন শিশু তার শৈশবে সবচেয়ে বেশি শেখে তার পরিবারের কাছে।তাই বাচ্চাদেরকে শৈশব থেকেই যাতে নৈতিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষায় গুরুত্ব প্রদান করেন। কেননা আমরা যদি আমাদের পুরুষ সন্তানকে নৈতিক শিক্ষা দিয়ে অন্যের কন্যাকে নিরাপদ রাখতে না পারি তাহলে আমার কন্যাও নিরাপদ রাখা কঠিন।তাই সমাজের গভীর থেকে ক্ষত সারাতে হলে পরিবারের মায়েদেরকে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে।এছাড়াও নারী হয়রানির যেকোনো তথ্য দ্রুত সময়ের মধ্যে প্রশাসনকে অবহিত করতেও আহবান জানান।কেননা তথ্য না পেলে আইনী ব্যবস্থা গ্রহন করাও সম্ভবপর হয় না।সেকারণে যেকোনো হয়রানি কিংবা অপরাধের বিষয় স্থানীয় পর্যায়ে ধামাচাপা না দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহবান জানান।এবং নারীদের প্রতি যেকোনো সহিংসতার ঘটনায় উপজেলা প্রশাসনের শক্ত অবস্থানের বিষয়েও আশ্বস্ত করেন ইউএনও মোঃ নজরুল ইসলাম।
কিশোর কিশোরীর ক্লাব নলছিটির আবৃত্তি শিক্ষক সুমি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন আক্তার।
এছাড়াও মহিলা বিষয়ক কর্মকর্তার নলছিটি উপজেলা কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার মো:শাহীন মাহমুদ,জাতীয় মহিলা সংস্থার মাঠ সংগঠক মো:আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং