জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে রুমা আক্তার (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) দুপুরে জেলা সদরের আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও ঢলোকালী এলাকার ভুট্টা খেত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়রা আজ দুপুরে ওই নারীর লাশ ভুট্টা ক্ষেতে পরে থাকতে দেখে সদরের ভুল্লী থানা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।
পরবর্তিতে লাশটি উদ্ধারের পাশাপাশি সেখানে পরে থাকা কাপড়, পায়ের জুতাসহ বেশকিছু আলামত সংগ্রহ করে। ময়না তদন্তের জন্য লাশটি উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
পরিবারের স্বজন ও স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ দিন ধরে তার স্বামীর সাথে ঝগড়া বিবাদ চলছিল। হয়তো তাকে নির্যাতনের পর মেরে ফেলে রাখা হয়েছে। তার এক ছেলে এক মেয়ে সন্তান রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি তাদের।
এ বিষয়ে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের স্বজনদের অভিযোগে ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।