1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পঞ্চগড়ের বোদায় শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ পালিত গাইবান্ধায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের ৩ ঘন্টা পর উদ্ধার গ্রেফতার ১ বিএনপি ক্ষমতায় গেলে নিরাপদে থাকবে সনাতনী ধর্মাবলম্বীরা দীর্ঘ সংগ্রাম আর রক্তের বিনিময়ে আমরা ডাইনি হাসিনা থেকে রেহাই পেয়েছি ……ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে নদীর জমি থেকে বসতভিটা সরিয়ে নিতে ৩৪ জনকে নোটিশ পীরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের গাছ কাটার ঘটনায় থানায় অভিযোগ পীরগঞ্জে ভূয়া এতিম দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ দিল্লি আর আওয়ামী দোসরদের দৌরাত্ম্য চলবে না – রাশেদ প্রধান আক্কাসের পালিত কিশোর গ্যাংয়ের হামলা: ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুলের বাড়িতে ভাংচুর ও লুটপাট, ২ জন আটক আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাইনা// সংষ্কার কি? আমি বুঝিনা, নির্বাচনের সঠিক রোডম্যাপ দেন …………………..ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস পালন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর: রাজনীতির সৌম্য পুরুষ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

।। মোঃ মাজেদুর রহমান মিরু।। 
মির্জা ফখরুল ইসলাম আলমগীর—নামটির মধ্যেই যেন এক প্রজ্ঞা ও ভারসাম্যের প্রতিচ্ছবি। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, বরং একজন শিক্ষিত, রুচিশীল ও আধুনিক মানুষ, যিনি শিষ্টাচার ও সৌজন্যের মাধ্যমে রাজনীতিতে একটি ভিন্ন মাত্রা যোগ করেছেন।
ঠাকুরগাঁও শহরের এক সম্ভ্রান্ত পরিবারে তাঁর জন্ম। পেশাগত জীবনের শুরুতে শিক্ষকতা করতেন, এবং সেখান থেকেই মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও সামাজিক দায়বদ্ধতার বীজ বপন করেন। এই শহরের ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃত তিনি। তাঁর স্মার্টনেস, ব্যক্তিত্ব এবং অমায়িক ব্যবহার বিভিন্ন প্রজন্মের যুবকদের জন্য এক অনুকরণীয় আদর্শ। এ শহরের মানুষ তাঁকে নিয়ে কখনোই বিরূপ মন্তব্য করেননি—এটাই তাঁর প্রতি মানুষের আস্থার প্রমাণ।
রাজনীতির অঙ্গনে প্রবেশ করেও তিনি কখনো প্রতিপক্ষকে হেয় করেননি, বরং সৌম্য আচরণ ও যুক্তিনির্ভর বক্তব্যের মাধ্যমে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। বাংলাদেশের রাজনীতিতে তিনি যেন এক ব্যতিক্রমী চরিত্র—নেতৃত্ব দিয়েছেন নিরহংকারভাবে, লড়েছেন কিন্তু ঘৃণার পথে হাঁটেননি। তাঁর ভাষায় নেই বিদ্বেষ; আছে যুক্তি, শালীনতা ও ভাবনার গভীরতা। তাঁর প্রতিটি বক্তব্য যেন একজন শিক্ষিত, চিন্তাশীল ও প্রজ্ঞাবান রাজনীতিকের প্রতিচ্ছবি। তিনি একজন প্রতিরোধের কবি—যাঁর কবিতা আসে বুলেটের মুখোমুখি দাঁড়িয়ে, তিনি শ্লোগানের চেয়েও গভীর সত্য উচ্চারণ করেন ।
তিনি যখন বলেন—“আমরা গণতন্ত্র চাই, আমরা জনগণের অধিকার ফিরিয়ে আনতে চাই”—তখন সেটা কেবল রাজনৈতিক স্লোগান নয়, বরং একটা গভীর শূন্যতার আর্তনাদ মনে হয়। এ দেশে ভোটের মূল্যবান অধিকার ধারাবাহিকভাবে খোয়া যায়! আর এই হারানো অধিকার নিয়েই তিনি কথা বলেন সংযমে, শুদ্ধতায়। তাঁর কথাবার্তায় স্পষ্ট হয়ে ওঠে যে, একজন সাংস্কৃতিক ও নৈতিক মানুষ তাঁর ভেতরে বাস করে। তিনি সমাজ ও সময়কে বোঝেন এক দার্শনিকের চোখে—যেখানে সন্ত্রাস নয়, যুক্তিই প্রধান হাতিয়ার।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর—তাঁর নামটিই যেন এক নীরব ভার। সেই ভার তিনি বইছেন নিঃশব্দে, সংযমে ও সাহসে। আজকের রাজনৈতিক পরিবেশে তিনি এক আলাদা সত্তা, যিনি প্রমাণ করেছেন—রাজনীতি মানেই কুটচাল নয়, হতে পারে এটি আদর্শ, সৌজন্য ও মানবিকতারও প্ল্যাটফর্ম।
তিনি ঠাকুরগাঁযের গর্ব, সাম্প্রতিক সময়ে তাঁর পরিবার ও তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে তথ্য সন্ত্রাস, মিথ্যাচার ও কুৎসা রটানো হচ্ছে তা নিয়ে আমরা ক্ষুদ্ধ ও ব্যাথিত। ঠাকুরগাওবাসীর পক্ষে এ ঘটনার জন্য আমরা তীব্রক্ষোভ-নিন্দা জানাচ্ছি। এসব দেশী-বিদেশী কুৎসা রটনাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানাচ্ছি।

সহকারী অধ্যাপক
ঠাকুরগাও ‍রিভার ভিউ ‍বিএম কলেজ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং